উদ্ভিদে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদানের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টির বিঘ্ন ঘটে। ফলে উদ্ভিদের পাতাগুলো হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে।
কোষঝিল্লির প্রয়োজনীয়তা বর্ণনা করো।
নিচে কোষঝিল্লির প্রয়োজনীয়তা বর্ণনা করা হলো—
এটি কোষীয় সকল বস্তুকে ঘিরে রাখে। বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষঝিল্লির মধ্যদিয়ে বস্তুর স্থানান্তর ও ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ঝিল্লিটি একটি কাঠামো হিসাবে কাজ করে– যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। এটি ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে বস্তু স্থানান্তর করে। কোষঝিল্লি বিভিন্ন বৃহদাণু সংশ্লেষণ করতে পারে এবং বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, জীবের ক্ষেত্রে কোষঝিল্লির প্রয়োজনীয়তা অপরিসীম।