বিসিএস

বিসিএস ফরম ফিলাপ – ক্যাডার চয়েজ এন্ড হায়ারার্কি

1 min read
এরিস্ট্রোকেটেড ফরেইন ক্যাডারকে বলা হয় ক্যডারের মুকুট ।
ফরেইন ক্যাডার চয়েজে রাখলে এক নম্বরে রাখবেন, না রাখলে নাই, দুই/তিন নম্বরে বা চয়েজের অন্য কোথাও ফরেইন ক্যাডার রাখতে নিরুৎসাহিত করা হয়।
এখানে,
-প্রমোশন স্কোপ ভালো, ১০/১২ বছরে ডিরেক্টর (উপসচিব) হওয়া যায়।
-ডিপার্টমেন্টাল ট্রেনিং সুগন্ধাতে, বুনিয়াদি পিএটিসি তে হয়।
-চাকরী স্থায়ী হলে বিদেশি মিশনে থার্ড সেক্রেটারি হিসেবে পোস্টিং।
-নিয়মিত স্যালারির সাথে মিশিন এলাউন্স পাবেন,
বাড়ি ভাড়া-শিক্ষা-চিকিৎসা খরচ সরকার থেকে।
-মিশনে ভিভিআইপিদের সাক্ষাৎ মিলবে। চাকরীজীবনে
দুই বা ততোধিক দেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
-পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকলেও অনেক ফরেন ট্যুর পাওয়া যায়,
হিউজ পরিমান টিএ/ডিএ পাবেন।
তবে,
-এন্ট্রি লেভেলে কাজের প্রেশার বেশি, ফাইল টাইপের কাজও করতে হবে।
এমনকি অনেকসময় শনিবারেও অফিস করতে হয়।
-বিদেশি বন্ধুর রাষ্ট্রীয় সফরে ব্যস্ততা বাড়ে,
রাত ৮/৯ টা পর্যন্ত কাজ করতে হবে।
কোটা ছাড়া এই ক্যাডার পেতে হলে আপনাকে থাকতে হবে সম্মিলিত মেধাতালিকার ১০/১৫ এর মধ্যে।
শুভকামনা সবার জন্য 🙂
বিসিএস (পররাষ্ট্র)
© রবিউল আলম লুইপা
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x