নাইট্রোজেন চক্র কাকে বলে? (Nitrogen cycle in Bengali)
নাইট্রোজেন বায়ুর প্রধান উপাদান। এটি বায়ু থেকে মাটিতে, মাটি থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে অবশেষে পুনরায় বায়ুতে ফিরে যায়। এভাবে নাইট্রোজেনের প্রকৃতিতে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের পর এক পর্যায়ে বায়ুতে ফিরে আসাকে নাইট্রোজেন (Nitrogen cycle) চক্র বলে।