রেইনকোট গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
রেইনকোট গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি
খ) ১৯৫০ খ্রিষ্টাব্দের ১০ মে
গ) ১৯৫২ খ্রিষ্টাব্দের ১৭ মে
ঘ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল
উত্তরঃ ক) ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি
২. আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ কোনটি?
ক) খোঁয়ারি
খ) চিলেকোঠার সেপাই
গ) বৌ-ঠাকুরানীর হাট
ঘ) নন্দিত নরকে
উত্তরঃ ক) খোঁয়ারি
৩. আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক) মরিচা গ্রামে
খ) চুরুলিয়া গ্রামে
গ) গোটিয়া গ্রামে
ঘ) শংকরপাশা গ্রামে
উত্তরঃ গ) গোটিয়া গ্রামে
৪. আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোটগল্প কয়টি?
ক) ২৬টি
খ) ২৮টি
গ) ৩০টি
ঘ) ৩২টি
উত্তরঃ খ) ২৮টি
৫. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
ক) হাসপাতালে
খ) দাদার বাড়িতে
গ) অনাথ আশ্রমে
ঘ) মামার বাড়িতে
উত্তরঃ ঘ) মামার বাড়িতে
৬. রেইনকোট’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?