রেইনকোট গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

রেইনকোট গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে জন্মগ্রহণ করেন?

ক) ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি

খ) ১৯৫০ খ্রিষ্টাব্দের ১০ মে

গ) ১৯৫২ খ্রিষ্টাব্দের ১৭ মে

ঘ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল

উত্তরঃ ক) ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি

 

২. আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ কোনটি?

ক) খোঁয়ারি

খ) চিলেকোঠার সেপাই

গ) বৌ-ঠাকুরানীর হাট

ঘ) নন্দিত নরকে

উত্তরঃ ক) খোঁয়ারি

৩. আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক) মরিচা গ্রামে

খ) চুরুলিয়া গ্রামে

গ) গোটিয়া গ্রামে

ঘ) শংকরপাশা গ্রামে

উত্তরঃ গ) গোটিয়া গ্রামে

৪. আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোটগল্প কয়টি?

ক) ২৬টি

খ) ২৮টি

গ) ৩০টি

ঘ) ৩২টি

উত্তরঃ খ) ২৮টি

৫. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?

ক) হাসপাতালে

খ) দাদার বাড়িতে

গ) অনাথ আশ্রমে

ঘ) মামার বাড়িতে

উত্তরঃ ঘ) মামার বাড়িতে

৬. রেইনকোট’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?

ক) বৃষ্টি থেকে আত্মরক্ষা
খ) তথ্য উদ্ঘাটন
গ) মুক্তিযোদ্ধার জবানবন্দি
ঘ) রহস্য উন্মোচন
উত্তরঃ খ) তথ্য উদ্ঘাটন
৭. আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন?
ক) প্রাবন্ধিক
খ) কথাসাহিত্যিক
গ) সাংবাদিক
ঘ) ঔপন্যাসিক
উত্তরঃ খ) কথাসাহিত্যিক
৮. ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটি কার?
ক) নুরুল হুদার
খ) নুরুল হুদার শ্যালকের
গ) নুরুল হুদার ভাইয়ের
ঘ) নুরুল হুদার প্রতিবেশীর
উত্তরঃ খ) নুরুল হুদার শ্যালকের
৯. আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি?
ক) সভ্যতার সংকট
খ) সংস্কৃতি কথা
গ) সংস্কৃতির ভাঙা সেতু
ঘ) শিক্ষা ও মনুষ্যত্ব
উত্তরঃ গ) সংস্কৃতির ভাঙা সেতু
১০. ‘তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও।’ এখানে আসমার কী প্রকাশ পায়?
ক) অনুরোধ
খ) আবেগ
গ) ভালোবাসা
ঘ) সহানুভূতি
উত্তরঃ গ) ভালোবাসা
১১. আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি?
ক) ৩ টি  খ) ৫ টি
গ) ৭ টি  ঘ) ৯ টি
উত্তরঃ খ) ৫ টি
১২. নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না?
ক) ছদ্মবেশী কুলিদের
খ) মিন্টুর
গ) প্রিন্সিপালের
ঘ) আবদুস সাত্তার মৃধার
উত্তরঃ খ) মিন্টুর
১৩. ‘স্টেনগানওয়ালা ছোকরার দল’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) মিলিটারি
খ) হানাদার বাহিনী
গ) মুক্তিবাহিনী
ঘ) রাজাকার বাহিনী
উত্তরঃ গ) মুক্তিবাহিনী
১৪. কত বছরের কন্যা বিছানায় বসে বসেই হাততালি দেয়?
ক) এক  খ) দুই
গ) আড়াই ঘ) পাঁচ
উত্তরঃ গ) আড়াই
১৫. ‘দোজখের ওম’ আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা?
ক) উপন্যাস  খ) প্রবন্ধ
গ) গল্পগ্রন্থ  ঘ) নাটক
উত্তরঃ গ) গল্পগ্রন্থ
১৬. ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক) শওকত ওসমান
খ) আখতারুজ্জামান ইলিয়াসের
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) হাসান আজিজুল হক
উত্তরঃ খ) আখতারুজ্জামান ইলিয়াসের
১৭. আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন?
ক. নাসিরউদ্দীন স্বর্ণপদক
খ. একুশে পদক
গ. বাংলা একাডেমি
ঘ. মুক্তধারা পুরস্কার
উত্তরঃ গ. বাংলা একাডেমি
১৮. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?
ক. ১৯৮৯ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯৭৭ সালে
উত্তরঃ খ. ১৯৮২ সালে
১৯. প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে?
ক. কলেজের পুকুর পাড়ের উত্তর দিকে
খ. কলেজের বাগানের দক্ষিণ পাশে
গ. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে
ঘ. কলেজের ক্লাবের দেয়াল ঘেঁষে দক্ষিণ দিকে
উত্তরঃ গ. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে
২০. মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে?
ক. পিওনের বাসার সাথে
খ. প্রিন্সিপালের কোয়ার্টারের
গ. কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী কোয়ার্টারের সাথে
ঘ. কলেজ হোস্টেল সুপারের কোয়ার্টারের সাথে
উত্তরঃ খ. প্রিন্সিপালের কোয়ার্টারের
উত্তরঃ-
১ : ক); ২ : ক); ৩ : গ); ৪ : খ); ৫ : ঘ); ৬ : খ); ৭ : খ); ৮ : খ); ৯ : গ); ১০ : গ); ১১ : খ); ১২ : খ); ১৩ : গ); ১৪ : গ); ১৫ : গ); ১৬ : খ); ১৭ : গ); ১৮ : খ); ১৯ : গ); ২০ : খ);

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *