হিলিয়াম কি? হিলিয়ামের ব্যবহার।
হিলিয়াম হচ্ছে একটি রাসায়নিক মৌল। এটি পর্যায় সারণির ২য় মৌল। এর প্রতীক He। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ২। ১৮৬৮ খ্রিষ্টাব্দে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পিয়ের জানসেন জ্যোতির্বলয়ের বর্ণালীতে হিলিয়াম আবিষ্কার করেন। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2।
হিলিয়ামের ব্যবহার
খুব হালকা এবং অদাহ্য হওয়ায় বেলুনে ও উড়োজাহাজে ব্যবহার করা হয়। গভীর পানির ডুবুরিগণ অক্সিজেনযুক্ত হিলিয়াম দ্বারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে।