ম্যাগনেসিয়াম (Magnesium) কি? ম্যাগনেসিয়ামের ধর্ম
প্রতীক : Mg
নাম : ম্যাগনেসিয়াম
পারমাণবিক সংখ্যা : ১৫
পারমাণবিক ভর : ২৪.৩০৫
মৌলের শ্রেণী : মৃৎ ক্ষার ধাতু
শ্রেণী : ২
পর্যায় : ৩
ব্লক : s-ব্লক
ম্যাগনেসিয়ামের ধর্ম
ভৌত ধর্ম : ম্যাগনেসিয়াম উজ্জ্বল রুপালি বর্ণের ধাতু। এর গলনাঙ্ক ৬৫০°C এবং এর স্ফুটনাঙ্ক ১০৯০°C।
রাসায়নিক ধর্ম : ম্যাগনেসিয়াম খুব ইলেকট্রোপজিটিভ, ফলে তা অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী বিজারক। পর্যায় সারণিতে গ্রুপ-২ এর সদস্য হওয়ায় এর রাসায়নিক ধর্ম ক্যালসিয়ামের মতো। উদাহরণস্বরূপ শেষ কক্ষপথে এর দুটো ইলেকট্রন থাকায় এর যোজনী ২। তবে এর সক্রিয়তা ক্যালসিয়াম অপেক্ষা কম।