ম্যাগনেসিয়াম (Magnesium) কি? ম্যাগনেসিয়ামের ধর্ম

ম্যাগনেসিয়াম (Magnesium) একটি রাসায়নিক মৌল। এর প্রতীক Mg এবং এর পারমাণবিক সংখ্যা ১৫। এটি একটি চকচকে ধূসর বর্ণের ধাতু যা পর্যায় সারণির দ্বিতীয় গ্রুপে অবস্থিত।

প্রতীক : Mg
নাম : ম্যাগনেসিয়াম
পারমাণবিক সংখ্যা : ১৫
পারমাণবিক ভর : ২৪.৩০৫
মৌলের শ্রেণী : মৃৎ ক্ষার ধাতু
শ্রেণী : ২
পর্যায় : ৩
ব্লক : s-ব্লক

ইলেকট্রন বিন্যাস : [Ne] 3s2

ম্যাগনেসিয়ামের ধর্ম
ভৌত ধর্ম : ম্যাগনেসিয়াম উজ্জ্বল রুপালি বর্ণের ধাতু। এর গলনাঙ্ক ৬৫০°C এবং এর স্ফুটনাঙ্ক ১০৯০°C।
রাসায়নিক ধর্ম : ম্যাগনেসিয়াম খুব ইলেকট্রোপজিটিভ, ফলে তা অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী বিজারক। পর্যায় সারণিতে গ্রুপ-২ এর সদস্য হওয়ায় এর রাসায়নিক ধর্ম ক্যালসিয়ামের মতো। উদাহরণস্বরূপ শেষ কক্ষপথে এর দুটো ইলেকট্রন থাকায় এর যোজনী ২। তবে এর সক্রিয়তা ক্যালসিয়াম অপেক্ষা কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *