পড়াশোনা

এক কথায় প্রকাশ -বিগত পরীক্ষার

0 min read

★ এক কথায় প্রকাশঃ

আট প্রহর যা পরা যায় = আটপৌরে
একই গুরুর শিষ্য = সতীর্থ
প্রিয় বাক্য বলে যে নারী = প্রিয়বংদা
ফল দান করে যা = ফলদ
সব কিছুই সহ্য করে যে = সর্বংসহ

কোকিলের ডাক = কুহু
জয় করার ইচ্ছা = জিগিষা
আদি থেকে অন্ত = আদ্যন্ত
সরোবরে জন্মে যে = সরোজ
যে নারীর একটি মাত্র সন্তান আছে = কাকবন্ধ্যা।

তল স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী
নিন্দা করার ইচ্ছে = জুগুপ্সা
বহুর মধ্যে প্রধান = অন্যতম
ধনুকের ধ্বনি = টংকার
খেলায় দক্ষ যিনি = খেলোয়াড়

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x