Modal Ad Example
পড়াশোনা

ণ-ত্ব বিধান

1 min read

▣ ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখুন।

উত্তরঃ বাংলা ভাষায় সাধারণত মূর্ধ্যন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে মূর্ধন্য-ণ লেখার প্রয়োজন হয় না। বাংলা ভাষার বহু তৎসম বা সস্কৃত শব্দে মূর্ধন্য-ণ অবিকৃত ভাবে ব্যবহার হয়। তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়মঃ
১. ট-বর্গীয় ধ্বনির আগে দন্ত্য ন ব্যবহৃত হলে, সব সময় তা মূর্ধন্য “ণ’ হয়। যেমন- বণ্টন, লুণ্ঠন, ঘণ্টা ইত্যাদি।
২. ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য “ণ’ হয়। যেমন- ঋণ, ঘৃণা, বর্ণ, বিষ্ণু, তৃণ, সুবর্ণা ইত্যাদি।
৩. ঋ, র, ষ- এর পরের স্বরধ্বনি ষ, য়, হ, ং এবং ক- বর্গীয় ও প- বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী ন মূর্ধন্য “ণ’ হয়। যেমন- কৃপণ, অর্পণ, লক্ষণ, ব্রাহ্মণ ইত্যাদি।
৪. প্র, পূর্ব এবং অপর শব্দের পরে অহ্ণ শব্দের ন মূর্ধন্য “ণ’ হয়। যেমন- পূর্বাহ্ণ, অপরাহ্ণ। তবে মধ্যাহ্ন, সায়াহ্ন শব্দে “ণ’ হয় না।
৫. পর, নার, রায় প্রভৃতি শব্দের পরে অয়ন শব্দ থাকলে অয়ন শব্দের ন মূর্ধন্য “ণ’ হয়। যেমন- পরায়ণ, নারায়ণ, রামায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ ইত্যাদি।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x