ইন্টারফেরন এক ধরনের ভাইরাস প্রতিরােধকারী প্রােটিন জাতীয় রাসায়নিক পদার্থ। এটি পঞ্চাশের দশকে আবিস্কৃত হয়। ইন্টারফেরন ক্ষুদ্র ক্ষুদ্র প্রােটিন অণুর সমন্বয়ে গঠিত উপাদান যা দেহের রােগ প্রতিরােধ ব্যবস্থায় অত্যান্ত সহায়ক। দেহের ভাইরাস জাতীয় কোন রােগ জীবাণু প্রবেশ করলে আক্রান্ত কোষসমূহ ইন্টারফেরন নিঃসৃত করে।
ধানের ব্লাইট রোগ বলতে কী বোঝায়?
ধানের ব্লাইট রোগ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এ রোগকে আমাদের দেশে ধানের পাতা পোড়া রোগ বলা হয়। জাপানের কৃষকেরা এ রোগের সর্বপ্রথম সন্ধান পান৷ তাঁরা এটিকে পরিবেশ জনিত রোগ বলে মনে করতেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ধান ক্ষেতে এরোগ দেখা যায়। বাংলাদেশে এ রোগের প্রথম দেখা মিলে ১৯৮৬ সালে রোপা আমন ধানে।