বাংলা বানানের পাঁচটি নিয়ম

◊ উদাহারণসহ বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন।

উত্তরঃ উদাহরণসহ বাংলা বানানের পাঁচটি নিয়মঃ
১. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন-কর্তা, কর্ম, ধর্ম, সর্ব, অর্ধ ইত্যাদি।
২. অ-সংস্কৃত শব্দে কেবল ন হবে। যেমন- কান, কোরান, সোনা ইত্যাদি। কিন্তু যুক্তাক্ষরে ণ্ট, ণ্ঠ হবে।
৩. মূল শব্দের উচ্চারণে যদি ঈ, ঊ থাকে তবে বাংলা বানানে ঈ, ঊ বিধেয়। যেমন সীল (seal), ইস্ট (east), স্পূল (spool) ইত্যাদি।
৪. বিশেষণবাচক “আলি’ প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। যেমন- সোনালি, রূপালি, বর্ণালি ইত্যাদি।
৫. ভাষা ও জাতির নামের শেষে ই-কার হবে। যেমন- বাঙালি, ইংরেজি, জাপানি ইত্যাদি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *