পড়াশোনা
1 min read

পরিমাপের ত্রুটি কাকে বলে? পরিমাপের ত্রুটি কত প্রকার ও কি কি?

পরিমাপের ত্রুটি কাকে বলে? পরিমাপের ত্রুটি কত প্রকার ও কি কি

যেকোনো পরিমাপ যন্ত্রের সাহায্যেই পরিমাপ করা হোক না কেন সব পরিমাপের ফলাফলে কিছুটা অনিশ্চয়তা থাকবে। এ অনিশ্চয়তাকে পরিমাপের ত্রুটি (Errors in Measurements) বলে।

পদার্থবিজ্ঞান পরিমাপের বিজ্ঞান। পরীক্ষা-নিরীক্ষার সময় বিভিন্ন রাশি পরিমাপ করা অন্যতম প্রধান কাজ। কিন্তু এই পরিমাপের সময় কিছু ত্রুটি থাকেই। এটি কোন পরিমাপ্য রাশির অনুমতি অনিশ্চয়তার (Estimated uncertainty) সূচক। ‘ত্রুটি’ (Error) এবং ‘ভুল’ (Mistake)-দুটি ভিন্ন বিষয়। অশুদ্ধ (Incorrect) পাঠ বা অযথার্থ (Improper) গণনা যা পরীক্ষণকারীর অসাবধানতার জন্য উদ্ভুত তা-ই হচ্ছে ভুল। ভুল সম্পূর্ণরূপে সংশোধনযোগ্য কিন্তু ত্রুটি সম্পূর্ণরূপে সংশোধন বা দূর করা যায় না, ন্যূনতম করা যায়।

ত্রুটির প্রকারভেদ:

ত্রুটিকে প্রধানত দু’ভাগে ভাগ করা হয়। যথা :
(১) নিহিত বা পুনরাবৃত্তিক ত্রুটি (Systemic error) এবং (২) দৈব বা এলোমেলো ত্রুটি (Random error)

Rate this post