Modal Ad Example
পড়াশোনা

অনুসর্গ ও উপসর্গ

1 min read

✪ অনুসর্গ ও উপসর্গ কি? অনুসর্গ ও উপসর্গের পাঁচটি পার্থক্য লিখুন।

 ➤ উত্তরঃ উপসর্গঃ যেসব অব্যয় শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হয়ে সে শব্দের নতুন অর্থ সৃষ্টি করে, সেসব অব্যয় শব্দকেই উপসর্গ বলে। যেমন- অকাজ, অচিন (এখানে অ হলো উপসর্গ)

 

অনুসর্গঃ যেসব অব্যয় বিশেষ্য ও সর্বনামের  পরে বসে বিভক্তির কাজ করে, সেগুলোকে অনুসর্গ বলে।

যেমন- দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে? (এখানে বিনা হলো অনুসর্গ)

নিচে উপসর্গ ও অনুসর্গের চারটি পার্থক্য দেয়া হলোঃ

                 উপসর্গ                   অনুসর্গ
১. শব্দ ও ধাতুর পূর্বে বসে। . শব্দের পরে বসে।
২. শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। ২. শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটায় না।
৩. অব্যয়সূচক শব্দাংশ। ৩. অব্যয় জাতীয় শব্দ
৪. উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই।

যেমন- প্র, পরা, অপ ইত্যাদি।

৪. অনুসর্গের নিজস্ব অর্থবাচকতা আছে।

যেমন- বিনে, বিহনে, সনে ইত্যাদি।

৫. উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না

যেমন- প্র, নি, বি, সু, পারি ইত্যাদি 

৫. অনুসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে।

যেমন- দ্বারা, দিয়ে, হতে, চেয়ে ইত্যাদি।

  Download as PDF

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x