AIDS এর পূর্ণরুপ লিখুন। এইডস হলে শরীরের অভ্যন্তরে কি ঘটে?

✪ HIV/AIDS এর পূর্ণরুপ লিখুন। এইডস হলে শরীরের অভ্যন্তরে কি ঘটে?

উত্তরঃ
AIDS এর পূর্ণরুপ হলো Acquired Immune Deficiency Syndrome.
HIV এর পূর্ণরুপ হলো Human immunodeficiency virus infection.

AIDS হলো একধরনের ঘাতকব্যাধি। এ রোগের কোনো চিকিৎসা নেই। AIDS হলে মৃত্যু অবধারিত।

এইডস হলে দেহের অভ্যন্তরে যা ঘটে-
i. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
ii. মাঝে মাঝে জ্বর, মাথাব্যাথা ও দৃষ্টিহানি ঘটে।
iii. সীমাহীন দুর্বলতা ও স্মৃতিশক্তি হীনতা।
iv. হজম শক্তি কমে যাওয়া ইত্যাদি।

আরো জানতে ক্লিক করুণ  In English= AIDS     বাংলায়= এইডস

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *