General Knowledge

কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সেরা ১০০ প্রশ্ন ও উত্তর | Top 100 Computer & Technology Questions

1 min read

 কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর 

০১➤ কম্পিউটারের আবিষ্কারক কে – চার্লস ব্যাবেজ ( Charles Babbage )
০২➤ কম্পিউটারের জনক কে – চার্লস ব্যাবেজ ( Charles Babbage ) ।
০৩➤ আধুনিক কম্পিউটারের জনক কে – কনরাড যুস ( Konrad Zuse )
০৪➤ বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে – অ্যাডা লাভলেস ( Ada Lovelace )
০৫➤ কম্পিউটারে মাউস এর আবিষ্কার কে – ডগলাস এঙ্গেলবার্ট ।
০৬➤ কম্পিউটারের কীবোর্ডের আবিষ্কারক কে – খ্রিস্টোফার লাথাম শোলস
০৭➤ ইন্টারনেট এর আবিষ্কারক কে – ভিনটন গ্রে সার্ফ ( Vinton Gray Cerf )
০৮➤ বিশ্বের প্রথম ওয়েব সাইট –info.cern.ch
০৯➤ ইমেইল এর আবিষ্কারক কে – রেমন্ড টমলিনসন ( Raymond Tomlinson )
১০➤ অভ্র কি বোর্ডের এর আবিষ্কার কে – ড. মেহেদী হাসান খান (Dr. Mehdi Hasan Khan)

১১➤বিশ্বের প্রথম ইউনিকোড বাংলা লেখার প্রোগ্রাম – অভ্র কিবোর্ড (Avro Keyboard)
১২➤ বিশ্বের প্রথম কম্পিউটার –  এনিয়াক (ENIAC)
১৩➤বিশ্বের প্রথম ল্যাপটপ কম্পিউটার কি – Toshiba T1100
১৪➤ কখন সর্বপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয় – ১৯৬৪ সালে
১৫➤ বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি – পিডিপি-১ ।

১৬➤ বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম – মাইক্রোসফট কর্পোরেশন
১৭➤ বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালি সুপার কম্পিউটারের নাম কি এবং ইহা কোন দেশে আছে – সানওয়ে টাইহুলাইট, চীন (Sunway TaihuLight, China)
১৮➤ ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল দেয়া হয়েছিল কেন – অংশীদারদের একজন একজন আপেল বাগানে কাজ করতেন বলে ।
১৯➤ কম্পিউটার সিস্টেমের প্রসেসরকে কি বলা হয় – ব্রেইন বা মস্তিষ্ক ।
২০➤ মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে – বিল গেটস (Bill Gates)
২১➤ ডট মেট্রিক্স কি – এক ধরনের প্রিন্টার ।
২২➤ সিলিকা থেকে তৈরি কম্পিউটার হার্ডওয়্যার ব্যাপক মাত্রার ডাটা সংরক্ষণ করতে পারে, এ হার্ডওয়্যারের নাম কি – চিপ ।
২৩➤ আইসি (IC) চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি – আইবিএম সিস্টেম/৩৬০ ।
২৪➤ প্রথমবারের মতো কম্পিউটারের মধ্যে চিপ ব্যবহার করা হয় কবে – ১৯৭৬ সালে ।
২৫➤ সব আধুনিক কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে – ডাটা ।

২৬➤ কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলে – নেটওয়ার্ক ।
২৭➤ সিআইএইচ বা চেরনোবিল ভাইরাস কি – ১৯৯৯ সালের ২৬ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বের বহুদেশের লাখ লাখ কম্পিউটার আক্রমকারী ভাইরাস ।
২৮➤ আধুনিক মডেলের কম্পিউটার বা প্রথম প্রজন্মের কম্পিউটার তৈরি করা হয় কবে – ১৯৪৪ সালে ।
২৯➤ বর্তমান বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারের নাম কি – আইবিএম মার্ক-১ ।
৩০➤ কম্পিউটার ভাইরাস কি – কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম ।

৩১➤ পামটপ কি – এক ধরনের ছোট কম্পিউটার । হাতের তালুতে নিয়ে কাজ করা যায় । ওজন মাত্র ১৭০ গ্রাম ।
৩২➤ কম্পিউটার ডাটার একটির এরর কে কি বলা হয় – বাগ (Bug).
৩৩➤ Y2KB এর পূর্ণ রুপ – Year 2000. এখানে Y অক্ষরটি এসেছে বছর বোঝাতে এবং 2 KB এসেছে দু হাজার বোঝাতে
৩৪➤ VIRUS এর পূর্ণ অর্থ – Vital Information Resources Under Seize.
৩৫➤ বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি – আইবিএম-১৬২০ ।
৩৬➤ কোন যন্ত্র বা মাধ্যম দুটি কম্পিউটারকে টেলিফোন লাইনের মতো সংযুক্ত করে – মডেম ।
৩৭➤ কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রয়নের জন্য যে ব্যক্তি প্রোগ্রাম তৈরে করে- প্রোগ্রামার ।
৩৮➤ কোন মার্কিন কোম্পানিকে ‘বিগ ব্লু’ বলা হয় – আইবিএম কোম্পানিকে ।
৩৯➤ একটি কম্পিউটার কিভাবে সমস্যার সমাধান করে – পূর্বলিখিত প্রোগ্রাম অনুসরণ করে ।
৪০➤ প্রথম কোন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টর ব্যবহার করা হয় – আইবিএম-১৪০১ ।

৪১➤ কম্পিউটার ল্যাঙ্গুয়েজের প্রথম প্রজন্মের নাম কি দেয়া হয়েছিল – মেশিন ল্যাঙ্গুয়েজ (Machine Language).
৪২➤ বিমানের টিকিট রিজার্ভেশনের জন্য কোন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করা হয় – টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ।
৫৩➤ মেলিসা কি – এক প্রকার কম্পিউটার ভাইরাস ।
৫৪➤ কোন কম্পিউটার কোম্পানি RAM চিপ আবিষ্কার করে – ইনটেল ।
৫৫➤ প্রথম পার্সোনাল কম্পিউটারের নাম কি ও কোন কম্পিউটার এটি তৈরি করেছিল – অ্যালটেয়ার-৮৮০০; মাইক্রো ইনস্ট্রুমেনশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস কোম্পানি ।
৫৬➤ কোনটি প্রোগ্রামিংয়ের উচ্চ স্তরের ভাষা – বেসিক (BASIC), সি (C), সি ++ (C++).
৫৭➤ অপারেটিং সিস্টেম কত প্রকার – ৭ প্রকার ।
৫৮➤ OMR এর পূর্ণ রুপ কি – Optical Mark Reader
৫৯➤ ইনপুট কাকে বলে? – প্রোগ্রাম ও ডাটা গ্রহণকারী কম্পিউটারের অংশ।
৬০➤ অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় প্রোগ্রাম অংশকে কি বলে? – কারনেল।

৬১➤ এনালগ কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? – পর্যায়ক্রমিকভাবে উঠা-নামা করা।
৬২➤ প্রথম ইলেকট্রন কম্পিউটার কে তৈরি করেন? – অধ্যাপক ড. জন অ্যাটানাসফ ১৯৪২ সালে এটি তৈরি করেন (যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক)
৬৩➤ সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরটির নাম কি? – ইনটেল ৪০০৪ ।
৬৪➤ বিট কাকে বলে? – কোনো ইলেকট্রনিক সিগন্যালকে বাইনারী ডিজিট 0 এবং 1 এ প্রকাশ করা হলো বিট।
৬৫➤ ইনফর্মেশন হাইওয়ের প্রাথমিক রুপ কোনটি? – ইন্টারনেট ।
৬৬➤ ফার্মওয়্যার কি? – কম্পিউটার তৈরি করার সময় এর মেমোরিতে যেসব প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে ফার্মওয়্যার বলে । এসব প্রোগ্রাম আমরা পরবর্তীতে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি না।
৬৭➤ বাংলাদেশ প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপন করা হয় কবে? – সত্তর দশকের শেষার্ধে ।
৬৮➤ পিসি কি? – পার্সোনাল কম্পিউটার কে সংক্ষেপে পিসি বলে। সাধারণত একজন ব্যক্তি এটি ব্যবহার করে বলে এরুপ নামকরণ করা হয়।
৬৯➤ আইবিএম কোম্পানি কত সালে তার মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে?- ১৯৮১ সালে।
৭০➤ বিল গেটসের প্রথম প্রোগ্রাম কোনটি – MS DOS.

৭১➤ সফটওয়্যারকে কয়ভাগে ভাগ করা যায় এবং কি কি?- দুই ভাগে । যথাঃ ১. সিস্টেম সফটওয়্যার ও ২. ব্যবহারিক সফটওয়্যার।
৭২➤ বিশ্ব কম্পিউটের বাজারে কোন কোম্পানি সর্বাধিক সফটওয়্যার যোগান দেয়? – মাইক্রোসফট কর্পোরেশন।
৭৩➤ কত বাইট সমান ১ মেগাবাইট? – ১০ লাখ বাইট।
৭৪➤ কম্পিউটার প্রোগ্রামের জন্য উদ্ভাবিত কৃত্রিম ভাষার স্তর কয়টি ও কি কি? – ৫ টি। যথাঃ ১. মেশিন ভাষা ২. অ্যাসেম্বলি ভাষা ৩. উচ্চতর ভাষা ৪. অতি উচ্চতর ভাষা ৪.স্বাভাবিক ভাষা।
৭৫➤ ফিল্ড কি? – তথ্যের শিরোনামগুলোর প্রত্যেকটিকে একেকটি ফিল্ড বলে।
৭৬➤ কম্পিউটার এর স্মৃতি কত প্রকার ও কি কি? – দুই প্রকার। যথাঃ ১. প্রধান স্মৃতি ২. সহায়ক স্মৃতি।
৭৭➤ আউটপুট কাকে বলে? প্রক্রিয়াকরণের ফলাফল পাওয়ার জন্য কম্পিউটারের অংশ।
৭৮➤ পার্সোনাল কম্পিউটার হিসেবে খ্যাত কম্পিউটার কোনটি? – মাইক্রো কম্পিউটার।
৭৯➤ কম্পিউটারে ইনপুট প্রদানে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? – ইনপুট ডিভাইস।

৮০➤ গিবারিশ (Gibberish) কি? – কম্পিউটের দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশেনকে বলে Gibberish.
৮১➤ ১ বাইট = ৮ বিট ( 1 Byte = 8 bit)
৮২➤ ১ কিলোবাইট = ১০২৪ বাইট ( 1 Kilobyte = 1024 byte)
৮৩➤ ১ কিলোবিট = ১০২৪ বিট ( 1 Kilobit = 1024 bit)
৮৪➤1 MBps (1 Mega Bit Per second) = 128 KBps        [1MBps = \frac{1 \times 1024}{8} = 128 KBps]

৮৫➤ মোবাইল ফোন এর এর আবিষ্কারক কে – মার্টিন কুপার (Martin Cooper)
৮৬➤ লিনাক্স (Linux) কি? উত্তরঃ লিনাক্স একটি ফ্রি ও মুক্ত অপারেটিং সিস্টেম।
৮৭➤ সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম – Android OS
৮৮➤ Android OS একটি – Linux/Unix ভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম (Android)
৮৯➤ Android OS এর Developer করে কোন কোম্পানি – (Google)
৯০➤ Google মূলত কি – ইহা একটি ইন্টারনেট এ তথ্য খোজার যন্ত্র (Internet Search Engine)
৯১➤ জনপ্রিয় কয়েকটি ইন্টারনেট Search Engine এর নাম – Google, Bing, Yahoo, Baidu, Ask, DuckDuckGo
৯২➤ বহুল জনপ্রিয় ইন্টারনেট Search Engine এর নাম যা প্রাইভেসি রক্ষা করে – DuckDuckGo

৯৩➤ জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Networking)  – Facebook, Twitter, LinkedIn, Google+, Pinterest, Instagram, Tumblr, Reddit
৯৪➤ মাইক্রোসফট এর সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Networking) কি? – LinkedIn
৯৫➤ জনপ্রিয় কয়েকটি ই-কমার্স বা Online Shop বা কেনাবেচার ওয়েবসাইট এর নাম – Amazon
Ebay, Alibaba, Bestbuy, In Bangladesh only Daraz, Bikroy, Ajkerdeal

 

৯৬➤ Cortana, হচ্ছে – মাইক্রোসফট Windows 10 OS এর জন্য তৈরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant)
৯৭➤ Outlook কি? উত্তরঃ মাইক্রোসফট এর ইমেইল সেবা (Email Service)
৯৮➤ কয়েকটি জনপ্রিয় ইমেইল (Email Service) সেবার নাম Gmail, Outlook, Yahoo Mail, AOL Mail, Zoho Mail, GMX
৯৯➤ SDD কি? উত্তরঃ Solid State Disk. ইহা নতুন প্রজম্মের উচ্চ গতি সম্পন্ন অধিক নিরাপদ মেমোরি।
১০০➤ LiFi কি?  উত্তরঃ লাই-ফাই (Light Fidelity) একটি দ্বিমুখী, উচ্চ গতির এবং ওয়াই ফাই অনুরূপ সম্পূর্ণরূপে তারবিহীন বেতার যোগাযোগ প্রযুক্তি। এটা এখন পর্যন্ত প্রতি সেকেন্ডে 224 গিগাবাইট এর গতি পৌঁছনো, ওয়াই ফাই চেয়ে প্রায় 100 গুণ দ্রুত।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x