আকাশে বাতাসে ধ্রুব তারায় – সারমর্ম
★সারমর্ম লিখুনঃ
আকাশে বাতাসে ধ্রুব তারায়
কারা বিদ্রোহে পথ মাড়ায়,
ভরে দিগন্ত দ্রুত সাড়ায়
জানে না কেউ।
উদ্যমহীন মূর কারায়
পুরনো বুলির মাছি তাড়ায়
যারা, তারা নিয়ে ঘোরে পাড়ায়
স্মৃতির ফেউ।
▣ সারমর্মঃ মানবজীবন এক বৃহত্তর সংগ্রামের ক্ষেত্র। কর্ম্প্রচেষ্টার মাধ্যমে মানুষ নিজেকে নতুনরুপে প্রকাশ করে। অন্যদিকে আবার কেউ কেউ পুরাতনকে আঁকড়ে ধরে রাখতে চায়।
নতুন পুরাতনের এ হলো চিরন্তন দ্বন্দ্ব।