Calendar

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা ও ক্যালেন্ডার

1 min read

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা | ২০২৪ সালের সরকারি ক্যালেন্ডার

ছুটি কার না ভালো লাগে! যে সকল মানুষরা কোন প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছেন বা যারা নিজস্ব প্রতিষ্ঠানে কাজ করছেন এবং কর্মীদের দিয়ে কাজ করাচ্ছেন, এমনকি শিক্ষক- শিক্ষার্থীসহ সকল পেশার মানুষেরই ছুটি পেতে ভালো লাগে।

তারা সকলেই অতি আগ্রহের সাথে অপেক্ষায় থাকেন কবে একটি ছুটির দিন আসবে। বিশেষ করে সরকারি ছুটি পেলে সবার মনে আনন্দ সাড়া দিয়ে ওঠে।

এই পোস্টটি ভালোভাবে পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন ২০২৪ সালের কোন মাসের কত তারিখে কি উপলক্ষে কয়টি সরকারি ছুটি রয়েছে।

২০২৪ সালে বাংলাদেশে যে দিনগুলোতে সরকারি ছুটি রয়েছে সেই দিনের তালিকা আলোচনা করা যাক

জানুয়ারি

২০২৪ সালের জানুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার ব্যতীত কোন ধরনের সরকারি ছুটি নেই।

২১ ফেব্রুয়ারি—বুধবার—  শহীদ দিবস

২০২৪ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সরকারি ছুটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। ভাষা শহীদদের সম্মান রক্ষার্থে এবং স্মরণ করতে এই দিনটি সরকারিভাবে উদযাপন করা হয়।

২৬ ফেব্রুয়ারি— সোমবার—শব-ই-বরাত

২৬ শে ফেব্রুয়ারি রোজ সোমবার মুসলমানদের একটি ধর্মীয় উৎসবের জন্য সরকারি ছুটি রয়েছে।

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা | ২০২৪ সালের সরকারি ক্যালেন্ডার

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা | ২০২৪ সালের সরকারি ক্যালেন্ডার
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা | ২০২৪ সালের সরকারি ক্যালেন্ডার

 

 

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা ও ক্যালেন্ডার
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা ও ক্যালেন্ডার

১৭ মার্চ—রবিবার—জাতির পিতার জন্মবার্ষিকী ও ২৬ মার্চ—মঙ্গলবার—স্বাধীনতা দিবস

  • ১৭ই মার্চ আমাদের সম্মানিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে ছুটি আছে।
  • ২৬ শে মার্চ এই মার্চ মাসের সর্বশেষ ছুটির দিন বাংলাদেশ এই দিন স্বাধীনতা অর্জন করেছিল বলে এটিকে সরকার ছুটি হিসেবে বিবেচিত করা হয়।

 

২০২৪ সালের এপ্রিল মাসে সরকারি ছুটির দিনগুলো হল:

এপ্রিল মাসে সর্বমোট ছয়টি সরকারি ছুটি রয়েছে যা জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের তুলনায় কিছুটা বেশি।

 

  • ৫ এপ্রিল— শুক্রবার—জুমাতুল বিদা
  • ৬ এপ্রিল—শনিবার— শব-ই-কদর
  • ৯ এপ্রিল— মঙ্গলবার— ঈদুল ফিতর
  • ১০ এপ্রিল—বুধবার—ঈদুল ফিতর
  • ১১ এপ্রিল—বৃহস্পতিবার—ঈদুল ফিতর
  • ১৪ এপ্রিল—রবিবার—পহেলা বৈশাখ

 

জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং শবে বরাত এই সকল ধর্মীয় উৎসবগুলো মুসলমানদের অন্যান্য উৎসবের তুলনায় বিভিন্ন এবং অন্যতম।এ সকল বিশেষ দিনগুলোতে যদি সরকারি ছুটি না পাওয়া হয় তাহলে যেন দিনটি বৃথা রয়ে যায়।তাই সরকারিভাবে এই বিশেষ দিনগুলোকে নিজের পছন্দ ও খুশি অনুযায়ী উদযাপনের জন্য সরকার আমাদের জন্য ছুটির ব্যবস্থা করেছেন।

এপ্রিল মাসের সর্বশেষ ছুটি হচ্ছে ১৪ই এপ্রিল যা পহেলা বৈশাখ নামে পরিচিত। এটি বাংলা বছরের হিসাব অনুযায়ী প্রথম মাস।এই দিনটিকে বাঙালিরা খুব সুন্দর ভাবে উদযাপন করে থাকে। বাংলা বছরের এই প্রথম মাসটি বাঙ্গালীদের জীবনে খুবই স্মরণীয় একটি দিন।

২০২৪ সালের সরকারি ছুটির তালিকায় মে মাসে প্রধানত দুটি সরকারি ছুটি রয়েছে-

 

  • পহেলা মে—বুধবার—মে দিবস
  • ২৩ মে—বৃহস্পতিবার—বুদ্ধ পূর্ণিমা

 

মে মাসের প্রথম দিনটিকে পহেলা মে হিসেবে বিবেচিত করা হয় যা শ্রমিক দিবস হিসেবে পরিচিত। 

অন্য সকল ধর্মের মত বুদ্ধ ধর্মের ব্যক্তিদেরও একটি ধর্মীয় অনুষ্ঠান রয়েছে যা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।২৩ শে মে তারা বুদ্ধ পূর্ণিমাটি যেন সুন্দরভাবে নিজের মত করে উদযাপন করতে পারেন তাই সরকারিভাবে এই দিনে ছুটি দেয়া হয়েছে যার ফলে তাদের পাশাপাশি আমরাও সকল ধরনের মানুষ এই দিনে ছুটি পেয়ে থাকি।

প্রতিষ্ঠান ভেদে ঈদের ছুটি ভিন্ন হয়ে থাকে। কোন প্রতিষ্ঠানে ঈদুল আযহার ছুটি সাত দিন দেওয়া হয় আবার ছয় দিন দেওয়া হয়।কিন্তু সরকারি ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসে ঈদুল আযহার ছুটি তিনদিন। 

  • ১৬ জুন— রবিবার—ঈদুল আযহা
  • ১৭ জুন— সোমবার—ঈদুল আযহা
  • ১৮ জুন—মঙ্গলবার—ঈদুল আযহা
  • ১৭ই জুলাই—বুধবার—আশুরা

 

২০২৪ সালের সরকারি ছুটির তালিকায় জুলাই মাসে মাত্র একটি সরকারি ছুটির দিন রয়েছে সেটি হচ্ছে মুসলমানদের একটি ধর্মীয় উৎসব আশুরা দিন। 

  • ১৫ই আগস্ট—বৃহস্পতিবার—জাতীয় শোক দিবস
  • ২৬ আগস্ট—সোমবার—শুভ জন্মাষ্টমী

 

আগস্ট মাসে দুটি সরকারি ছুটির দিন রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ১৫ ই আগস্ট, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন।

২৬ আগস্ট রোজ সোমবার হিন্দুদের একটি প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমীর দিন।এই দিনটি যেন হিন্দুরা সঠিকভাবে পালন করতে পারে এজন্য সরকার কর্তৃক ছুটি দেয়া হয়েছে।

১৬ সেপ্টেম্বর—সোমবার—ঈদে মিলাদুন্নবী

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শুধুমাত্র একটি সরকারি ছুটির দিন রয়েছে সেটি হলো মুসলিমদের ঈদে মিলাদুন্নবী।

১৩ অক্টোবর—রবিবার—বিজয়া দশমী

হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানের মধ্যে বিজয়া দশমী অন্যতম।১৩ অক্টোবর এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা বিজয়া দশমী উদযাপন করে থাকে। তাই সরকারের পক্ষ থেকে এই দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

নভেম্বর মাসে কোন ধরনের সরকারি ছুটি নেই।এই মাসে শুধুমাত্র সাপ্তাহিক দুদিন ছুটি রয়েছে।

১৬ ডিসেম্বর—সোমবার—বিজয় দিবস

১৬ই ডিসেম্বর আমাদের দেশের জনগণের জন্য একটি বিশেষ দিন বলা চলে। এই দিন আমাদের দেশ পাকিস্তানের হাত থেকে বিজয় লাভ করেছে। ২০২৪ সালের সরকারি ছুটির দিনগুলোর মধ্যে এই দিনটি গুরুত্বপূর্ণ একটি দিন যা বাঙালি জাতি কখনো ভুলবে না।

২৫ ডিসেম্বর—বুধবার—বড়দিন

প্রতিবছর ২৫ শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক ছুটি পেয়ে থাকি।  এই দিনটি খ্রিস্টান ধর্মের জন্য বিশেষ একটি দিন।

২০২৪ সালের সরকারি ছুটির দিনগুলোর মধ্যে খুব জনপ্রিয় কিছু ছুটির দিন রয়েছে যা আমরা কম বেশি সবাই বেশ পরিচিত-

  • পহেলা বৈশাখ
  • বুদ্ধ ধর্মের বুদ্ধ পূর্ণিমা
  • স্বাধীনতা দিবস
  • বিজয় দিবস
  • শহীদ দিবস
  • জাতির পিতার জন্মবার্ষিকী

 

হিন্দু ধর্মের—

  • শুভ জন্মাষ্টমী
  • বিজয়া দশমী

মুসলিম ধর্মের—

  • ঈদুল ফিতর
  • ঈদুল আযহা

 

চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার ছুটির তারিখ পরিবর্তন হতে পারে।  যখন পরিবর্তন হবে এটি সরকার থেকে সংবাদ মাধ্যমে ঘোষণা করে দেওয়া হবে যার ফলে জনগণরা অবগত হতে পারবেন।

কোন বিশেষ কারণে তারিখ পরিবর্তন না হলে সরকারি নিয়ম ও নির্দেশ অনুযায়ী সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান, কর্ম প্রতিষ্ঠান বা অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সকলকেই এই নিয়ম অনুযায়ী ছুটি মেনে চলতে হবে।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “২০২৪ সালের সরকারি ছুটির তালিকা ও ক্যালেন্ডার” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

 

5/5 - (43 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x