ক্লোরোপ্লাস্টকে কোষের সবুজ অনুঘটকের আধার বলা হয় কেন?
উদ্ভিদের যে সকল অঙ্গ সবুজ দেখায়, সেখানকার সকল কোষেই ক্লোরোপ্লাস্ট উপস্থিত। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারনেই উদ্ভিদের পাতা, কচি শাখা-প্রশাখা, কাঁচা ফল প্রভৃতি অঙ্গ সবুজ দেখায়। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল a ও ক্লোরোফিল b অধিক পরিমানে থাকে, যা উদ্ভিদ অঙ্গে সবুজ বর্ন প্রদানে ভুমিকা রাখে। যেহেতু সবুজ বর্ন প্রদানের সকল অনুঘটকই ক্লোরোপ্লাস্টে থাকে, সেহেতু ক্লোরোপ্লাস্টকেই সবুজ অনুঘটকের আধার বলা হয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ক্লোরোপ্লাস্টকে কোষের সবুজ অনুঘটকের আধার বলা হয় কেন?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।