কোষ চক্র কাকে বলে? (What is Cell Cycle)

মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরুর পূর্বেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমুলক কাজ সম্পন্ন করতে হয়।
কোষের এই প্রস্তুতি পর্যায় (বিরাম-১, DNA replication ও বিরাম-২) এবং বিভাজন পর্যায়কে সমষ্টিগতভাবে কোষচক্র বলে। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক কোষচক্র পেশ করেন যা নিচে দেয়া হল।

ক. কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজঃ
এখানে সমগ্র কোষচক্রের ৯০-৯৫% সময় বের হয়।
এটি তিনটি অংশে বিভক্ত –
i.বিরাম-১: এখানে ৩০-৪০% সময় ব্যয় হয়।
ii.DNA replication: এখানে ৩০-৫০% সময় ব্যয় হয়।
iii.বিরাম-২: এখানে ১০-২০% সময় ব্যয় হয়।

খ. কোষ বিভাজন পর্যায়ঃ বিভাজন পর্যায় হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ এর সমষ্টি। এ পর্যায় সম্পন্ন হতে মোট সময়ের ক্ষুদ্র সময় ব্যয় হয় অর্থাৎ  এখানে ৫-১০% সময় ব্যয় হয়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “কোষ চক্র কাকে বলে? (What is Cell Cycle)” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts