জীববিজ্ঞান

জিন ও অ্যালিল (Gene & Allele)

1 min read

জিনঃ
বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেলের মতে  বৈশিষ্ট্য নিয়ন্ত্রক ফ্যাক্টরকেই জিন বলে।

যেহেতু “জিন সকল প্রকার জৈব প্রক্রিয়ার মুলে অবস্থিত” বলে এখন স্বীকৃত  এবং প্রকরণ ও বংশগতি প্রধানত এর উপর নির্ভরশীল।
আধুনিক জীববিজ্ঞানীদের মতে, জিন হচ্ছে DNA অনুর অংশবিশেষ।

অ্যালিল: অ্যালিল হচ্ছে একটি জিনের দুটি অলটারনেটিভ ভারশন (alternative version)। দুটি অলটারনেটিভ ভার্শন মানে পৃথক বৈশিষ্ট্যের দুটি জিন। অ্যালিল দুটি একইধর্মী (যেমন-TT)  আবার বিপরীতধর্মী (যেমন-Tt) হতে পারে। একইধর্মী হলে অ্যালিল দুটি প্রকট। আর বিপরীতধর্মী হলে একটি প্রকট অ্যালীল (T) এবং অন্যটি প্রচ্ছন্ন অ্যালীল (t). এক্ষেত্রে প্রকট অ্যালিলটি প্রচ্ছন্ন অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “জিন ও অ্যালিল (Gene & Allele)” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (39 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x