Rh-factor কি?
মানুষের লোহিত কণিকার ঝিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মতো এক প্রকার অ্যান্টিজেন আছে। যা Rh-factor নামে পরিচিত।
১৯৪০ খ্রিস্টাব্দে ল্যান্ডস্টেইনার এবং ওয়াইনার ‘রেসাস’ বানরের লোহিত কণিকায় এক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করেন, বানরের নাম অনুসারে যার নাম দেন Rh ফ্যাক্টর।
মানুষের লোহিত কণিকাতেও অনুরূপ Rh ফ্যাক্টর রয়েছে।
Rh ফ্যাক্টরের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তগ্রুপকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়। যথা-
- Rh positive : লোহিত কণিকায় Rh ফ্যাক্টর থাকে।
- Rh negative: লোহিত কণিকায় Rh ফ্যাক্টর থাকে না।