Modal Ad Example
রসায়ন

তুতের সংকেত কি? ব্লু ভিট্রিয়ল কাকে বলে এর সংকেত কী তুঁতের ছবি blue vitriol

1 min read

তুতের সংকেত হলো CuSO₄ . 5 H₂O
তুতে একটি অজৈব যৌগ। তুতের( তুঁতের ) রাসায়নিক নাম হলো পেন্টাহাইড্রেড কপার(II) সালফেট। এখানে পেন্টাহাইড্রেড মানে পাঁচ অনু পানি।

তুতের 3D গাঠনিক সংকেত চিত্র

তুতের সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর

তুতের রং কি ?

উত্তরঃ নীল রং।

 

ব্লু ভিট্রিয়ল কাকে বলে?

কেলাস-জলযুক্ত কিউপ্রিক সালফেটকে ব্লু-ভিট্রিয়ল বলে । ব্লু-ভিট্রিয়ল সাধারণভাবে তুঁতে নাম পরিচিত । এর রাসায়নিক সংকেত CuSO4, 5H2O ।

এটি কীটনাশক, ছত্রাকনাশক হিসাবে ও খোদাইয়ের কাজে ব্যবহৃত হয়। ভিট্রিয়লগুলি সাধারণত লৌহ, তামা, ম্যাগনেশিয়াম ইত্যাদি কিছু নির্দিষ্ট ধাতুর সালফেট।
প্রকৃতি:-
[i] কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল গন্ধহীন, অনুদ্বায়ী ও গাঢ় নীলবর্ণের কেলাসিত অজৈব কঠিন পদার্থ । এটি একটি শমিত লবণ । জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে ।
[ii] কপার সালফেট -এর প্রতি অণুতে পাঁচ অণু কেলাস জল আছে ।

ব্লু ভিট্রিয়ল এর সংকেত কী?

অথবা পেন্টাহাইড্রেট কপার সালফেটকে ব্লু ভিট্রিয়ল বলে।

উত্তরঃ CuSO₄ . 5 H₂O [ তুঁতেকে ইংরেজিতে ব্লু ভিট্রিয়ল বলে।]

ব্লু ভিট্রিয়ল এবং তুতে কি একই যৌগ?

উত্তরঃ হ্যাঁ, তুঁতে এবং ব্লুভিট্রিয়ল একই যৌগ।

তুতের বর্ণ কেমন?

উত্তরঃ নীল বর্ণ।

তুতের রাসায়নিক সংকেত কি?

উত্তরঃ CuSO₄ . 5 H₂O

তুতে এবং তুঁতে এর মধ্যে কোন বানান সঠিক?

উত্তরঃ তুঁতে।

তুতের রাসায়নিক নাম কি?

উত্তরঃ পেন্টাহাইড্রেড কপার(II) সালফেট [ copper(II) sulfate pentahydrate  ]. তবে সংক্ষিপ্তভাবে কপার(II) সালফেট বললেও সঠিক হবে।

রোমান ভিট্রিয়ল কি, কাকে বলা হয়?

উত্তরঃ তুঁতে হলো রোমান ভিট্রিয়ল ( roman vitriol )
তুতের আগের নাম ব্লু স্টোন, রোমান ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল ইত্যাদি।

তুতের সংকেত কোনটি?

ক) CuSO₄ . 5 H₂O
খ) FeSO₄ . 7 H₂O
গ) CuSO₄ . 55 H₂O
ঘ) H₂SO₄ . 5 H₂O
উত্তরঃ 
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “তুতের সংকেত কি? ব্লু ভিট্রিয়ল কাকে বলে এর সংকেত কী তুঁতের ছবি blue vitriol” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।
5/5 - (57 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x