International

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল 2022

1 min read

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে নিচে আলোচনা করা হলো। ৮ নভেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে ও উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদ ও সবকটি অঙ্গরাজ্যের আইনসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে অধিকাংশ আসনের ফলাফল ঘোষিত হয়েছে।

নির্বাচনের পর দু’দলের আসন
দল প্রতিনিধি পরিষদ গভর্ণর সিনেট
রিপাবলিকান পার্টি ২২১ ২৬ ৪৯
ডেমোক্র্যাটিক পার্টি ২১৩ ২৪ ৪৯
অন্যান্য
– ১১৮তম কংগ্রেসের সময়কাল ৩ জানুয়ারি ২০২৩ থেকে ৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

নির্বাচনের ঘোষণা ট্রাম্পের

১৫ নভেম্বর ২০২২ ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ লাগোতে এক অনুষ্ঠানে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনিই প্রথম ব্যক্তি যিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন স্পিকার

১৭ নভেম্বর ২০২২ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন । পেলোসি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্বপালন করা প্রথম নারী । এরই মধ্যে কংগ্রেসের নতুন স্পিকার পদে লড়াইয়ে দল থেকে মনোনয়ন পান রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি । ১৫ নভেম্বর ২০২২ এক ভোটে ১৮৮টি ভোট পান ম্যাকার্থি। ম্যাকার্থির বিপক্ষে ভোট যায় মাত্র ৩১টি । জানুয়ারি ২০২৩ স্পিকার পদে চূড়ান্ত মনোনিত হতে হলে সমর্থকদের পাশাপাশি দলের বাকি সদস্যদেরও ভোটের প্রয়োজন পড়বে তার।

৪ বাংলাদেশির জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-আমেরিকান প্রার্থী বিজয়ী হন। এরা হলেন— জর্জিয়া রাজ্যে তৃতীয়বারের মতো নির্বাচিত শেখ রহমান এবং জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী নাবিলা ইসলাম। এছাড়া কানেকটিকাট স্টেট সিনেটে বিজয়ী হন আরেক বাংলাদেশি-আমেরিকান মো. রহমান। এরা তিনজনই ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান ।

রেকর্ডসংখ্যক নারী গভর্নর ও সিনেটর

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হন। মার্কিন জনজীবনের বিভিন্ন দিক নিয়ন্ত্রণের এখতিয়ার তাদের রয়েছে। শিক্ষা থেকে শুরু করে গর্ভপাতের অধিকার পর্যন্ত অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন। এবারের নির্বাচনে ১২ জন নারী গভর্নর নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রে বর্তমানে ৯ জন নারী গভর্নর রয়েছেন। ১৯৩২ সালের পর থেকে এখন পর্যন্ত ৫৮ জন নারী যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইতিহাস গড়লেন যারা

  • মাউরা হিলি : ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী নারী গভর্নর নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা মউরা হিলি।
  • সারাহ হাকেবি স্যান্ডার্স : আরকানসাস অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর সারাহ হাকেবি স্যান্ডার্স।
  • ওয়েস মুর : মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা ওয়েস মুর । তিনিই এ অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর। যুক্তরাষ্ট্রের ২৪৬ বছরের ইতিহাসে তৃতীয় নির্বাচিত কৃষ্ণাঙ্গ গভর্নর।
  • ক্যাথি হোকুল : নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর ক্যাথি হোকুল পুনর্নির্বাচিত হন। এর আগে ২৪ আগস্ট ২০২১ প্রথম নারী হিসেবে গভর্নর পদে শপথ নেন তিনি।
  • কেটি ব্রিট : আলাবামা অঙ্গরাজ্য থেকে সিনেট সদস্য নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী কেটি ব্রিট। এ অঙ্গরাজ্যের প্রথম নারী হিসেবে সিনেটে যাচ্ছেন।
  • ম্যাক্সওয়েল ফ্রস্ট : ডেমোক্র্যাট প্রার্থী ফ্রস্টই প্রথমবারের মতো ‘জেনারেশন-জেড’ (১৯৯৭-২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী)-এর প্রতিনিধি হিসেবে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে যাবেন।
  • মার্কওয়েন মুলিন : ওকলাহোমায় সিনেটর নির্বাচিত হন রিপাবলিকান নেতা মার্কওয়েন মুলিন। তিনি এই অঙ্গরাজ্য থেকে ১০০ বছরের মধ্যে প্রথম আদিবাসী আমেরিকান সিনেটর।
  • জেমস রোজেনার : নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন জেমস রোজেনার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রান্সজেন্ডার হিসেবে তিনিই প্রথম কোনো অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন।
  • ডালিয়া রমিরেজ : ইলিনয় অঙ্গরাজ্য থেকে প্রথম লাতিন হিসেবে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন ডেমোক্র্যাটিক ডালিয়া রমিরেজ ।
  • মার্ক কেলি : নাসার অবসরপ্রাপ্ত নভোচারী মার্ক কেলি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার সিনেটর হিসেবে নির্বাচিত হন।
5/5 - (12 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x