রিপোর্ট সমীক্ষা ডিসেম্বর ২০২২
সাম্প্রতিক সময়ের রিপোর্ট-জরিপ-সমীক্ষার খবরাখবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। তো চলুন লেখাটি গুরুত্ব সহকারে পড়ে নেয়া যাক-
আইনের শাসন সূচক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২
প্রকাশক : World Justice Project (WJP), যুক্তরাষ্ট্র
অন্তর্ভুক্ত দেশ : ১৪০টি
প্রতিবেদনের শিরোনাম : WJP Rule of Law Index 2022।
সূচক অনুযায়ী
শীর্ষ দেশ : ডেনমার্ক
সর্বনিম্ন দেশ : ভেনিজুয়েলা।
সার্কভুক্ত দেশের অবস্থান : ৬৯. নেপাল, ৭৪. শ্রীলংকা, ৭৭. ভারত, ১২৭. বাংলাদেশ, ১২৯. পাকিস্তান ও ১৩৮. আফগানিস্তান।
বৈশ্বিক আইনশৃঙ্খলা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২
প্রকাশক : যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান ‘গ্যালাপ’
অন্তর্ভুক্ত দেশ : ১৪০ টি
প্রতিবেদনের শিরোনাম : Gallup Global Law and Order 2022 ।
সূচক অনুযায়ী—
শীর্ষ দেশ : সিঙ্গাপুর
সর্বনিম্ন দেশ : আফগানিস্তান।
– বাংলাদেশের স্কোর : ৭৯।
বৈশ্বিক মোবাইল ডেটা
প্রকাশ : অক্টোবর ২০২২
প্রকাশক : ইন্টারনেটের দাম ও গতি পর্যালোচনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান cable.co.uk ও জনপ্রিয় ওয়েবসাইট ‘স্পিডটেস্ট’
অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ২৩৩টি
প্রতিবেদনের শিরোনাম : Worldwide mobile data pricing 2022 ।
প্রতিবেদন অনুযায়ী —
- বিশ্বে সবচেয়ে কম মূল্যের (প্রতি জিবি মাত্র ৪ সেন্ট বা ৪ টাকা) মোবাইল ইন্টারনেট সরবরাহ করা হয় ইসরায়েলে।
- কম দামে ডেটা প্রাপ্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২তম । প্রতি জিবি ডেটা কিনতে খরচ হয় ৩২ সেন্ট বা প্রায় ৩৩ টাকা
- দ্রুতগতির ইন্টারনেট সেবায় বাংলাদেশ ১৩৯ দেশের মধ্যে ১২৫তম।
বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২
প্রকাশক : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা Quacquarelli Symonds (QS)
অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় : ৭০০
প্রতিবেদনের শিরোনাম : QS World University Rankings: Sustainability 2023!
প্রতিবেদন অনুযায়ী—
- সেরা ৫ বিশ্ববিদ্যালয় > ১. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (UCB); ২. ইউনিভার্সিটি অব টরন্টো, কানাডা; ৩. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া; ৪. ইউনিভার্সিটি অব এডিনবার্গ, যুক্তরাজ্য এবং ৫. ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া।
- তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৫১-৬০০-এর মধ্যে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ৬০১-৭০০ এর মধ্যে।
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২
প্রকাশক : জর্দানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ।
প্রতিবেদন অনুযায়ী-
- ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব : ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি ।
- ‘ওম্যান অব দ্য ইয়ার’ তথা বর্ষসেরা নারী : যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলি । আয়েশা আবদুর রহমান একজন নওমুসলিম নারী।
- প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ।
নলকূপে আর্সেনিক সমীক্ষা-
প্রকাশ : নভেম্বর ২০22
প্রকাশক : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)
সমীক্ষাকাল : ২০২১ সালের মাঝামাঝি-সেপ্টেম্বর ২০২২
সমীক্ষা চালানো নলকূপ : ৩,২০০টি ইউনিয়নের ৫৪,৩০,৮৮০টি । যার ৭,৫৫,৫৪৮টি নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া যায় । যা দেশের ১৪% নলকূপ।
সমীক্ষা অনুযায়ী —
- মাত্রাতিরিক্ত আর্সেনিকে শীর্ষ ৫ জেলা ≈ ১. গোপালগঞ্জ ২. চাঁদপুর ৩. কুমিল্লা ৪. সাতক্ষীরা ৫. লক্ষ্মীপুর ।
- আর্সেনিকে সর্বনিম্ন ৫ জেলা ≈ ১. দিনাজপুর ২. ময়মনসিংহ ৩. নওগাঁ ৪. নাটোর ও ৫. রংপুর।
আবাদযোগ্য জমি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রকাশিত সর্বশেষ তথ্য—
- দেশে মোট ভূমি ৩,৬৪,৬৫,০০০ একর। চাষাবাদযোগ্য ২,৮১,০০০ একর । আবাদযোগ্য হওয়ার পরও চাষের আওতায় আসেনি ৬,৭১,০০০ একর, যা মোট ভূমির প্রায় ১.৮৪ %।
- আবাদযোগ্য জমি অপচয়ে শীর্ষে বান্দরবান। জেলাটির মোট ভূমি ১১,০৭,০০০ একর । জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, আবাদকৃত জমির পরিমাণ ১,৭৯,০০০ হেক্টর।
আবাদযোগ্য জমি অপচয়ের শীর্ষ ১০ জেলা (হাজার একর)
জেলা | মোট জমি | অপচয়কৃত জমি | জেলা | মোট জমি | অপচয়কৃত জমি |
বান্দরবান | ১১০৭ | ১০৬ | মৌলভীবাজার | ৬৯২ | ৩১ |
সুনামগঞ্জ | ৯২৬ | ৪৬ | চট্টগ্রাম | ১৩০৫ | ২৯ |
ফরিদপুর | ৫০৭ | ৪৩ | টাঙ্গাইল | ৮৪৪ | ২৩ |
সিলেট | ৮৫৩ | ৩৯ | হবিগঞ্জ | ৬৫১ | ২১ |
নেত্রকোনা | ৬৯০ | ৩২ | কিশোরগঞ্জ | ৬৬৪ | ২১ |
দেশের জলবায়ু ও উন্নয়ন প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২
প্রকাশক : বিশ্বব্যাংক
প্রতিবেদনের শিরোনাম : Country Climate and Development Report (CCDR)।
প্রতিবেদনে বাংলাদেশ—
- বায়ুদূষণে বছরে ক্ষতি —GDP’র ৯%
- পরিবেশদূষণের জন্য মৃত্যু— ৩২%
- ঘূর্ণিঝড়ের ফলে বছরে গড় ক্ষতি ১ বিলিয়ন ডলার
- জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাস্তুচ্যুত হতে পারে— ১ কোটি ৩০ লাখ মানুষ ।