ডি ৮ কি? ডি-৮ ভুক্ত দেশ ও এর উদ্দেশ্য
ডি ৮ কি
ডি ৮ ভুক্ত দেশ
- সংঘর্ষের পরিবর্তে শান্তি।
- বিরোধিতার পরিবর্তে সংলাপ।
- শোষণের পরিবর্তে সহযোগিতা।
- দ্বিমুখিতার পরিবর্তে ন্যায়বিচার।
- বৈষম্যের পরিবর্তে সমতা।
- নিপীড়নের বদলে গণতন্ত্র।
ম্যাসট্রিচট চুক্তি (Maastricht Treaty) হল একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিল। ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে, নেদারল্যান্ডের ম্যাসট্রিচটে ইউরোপের ১২টি দেশ চুক্তিতে স্বাক্ষর করে। ১ নভেম্বর ১৯৯৩ সাল থেকে, চুক্তিটি কার্যকর হয়। যার ফলে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে এবং ইউরোপের একক মুদ্রা হিসেবে ইউরো চালু হয়। ম্যাসট্রিচট চুক্তির লক্ষ্য ছিল…
অটোমানদের পতনের পর কামাল আতাতুর্কের হাত ধরে ১৯২৩ সালে আধুনিক তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর নতুন ধারার রাজনীতিতে প্রবেশ করে তুরস্ক। তার ঠিক ১০০ বছর পর এরদোয়ানের হাত ধরে তুরস্কের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি উন্নতির দিকে। দুই দশকের ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সংকট সত্ত্বেও একক ও অদ্বিতীয় রিসেপ তায়েপ এরদোয়ানের মধ্য দিয়েই আবির্ভূত হয়েছে অটোমান সাম্রাজ্যের কোনো…
ওআইসি কি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) হল জাতিসংঘের পরে দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যেখানে চারটি মহাদেশের মোট ৫৭টি রাষ্ট্র অন্তর্ভুক্ত। সংগঠনটিকে বলা হয় মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর। এটি আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনায় এবং মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা, ও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। ওআইসি এর পূর্ণরূপ হল Organization of Islamic Cooperation (OIC)। ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, অধিকৃত…
কোন দেশ বা আন্তর্জাতিক সংস্থার সাথে নিজ দেশের যাবতীয় স্বার্থ সংরক্ষণ এবং অক্ষুন্ন রাখার জন্য কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করেন। তার প্রধান কাজই হচ্ছে উপস্থাপনার মাধ্যমে পারস্পরিক বন্ধুত্বমূলক সম্পর্কের উন্নয়ন ও আনুষঙ্গিক তথ্যাদি তুলে ধরেন। তারা নিজ দেশ বা রাষ্ট্রের প্রশাসনিক কার্যাবলী সমূহ তুলে ধরেন। কিন্তু তারা কোন রাজনৈতিক কার্যাবলী সম্পাদন করেন না। সর্বপ্রথম কূটনৈতিক বিষয়ের…
২০১৫ সালের সেপ্টেম্বরে, জাতিসংঘের সাধারণ পরিষদ টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা গ্রহণ করে যার মধ্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অন্তর্ভুক্ত রয়েছে। সতেরটি লক্ষ্য এর সাথে রয়েছে ১৬৯টি সুনির্দিষ্ট টার্গেট। এসডিজি কি SDG হলো বিশ্বমানবতার সমৃদ্ধি অর্জনের জন্য জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্মপরিকল্পনা যা বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি, শিক্ষা বিস্তার সহ একটি কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করবে।…
অটোয়া চুক্তি বা স্থল মাইন নিষিদ্ধ চুক্তি হল একটি আন্তর্জাতিক কনভেনশন যা মাইনের ব্যবহার, মজুদ, উৎপাদন ও স্থানান্তর নিষিদ্ধ এবং ধ্বংস নিশ্চিত করে। ১৯৯২ সালে, ছয়টি বেসরকারি সংস্থা বিশ্বব্যাপী ল্যান্ডমাইন নিষিদ্ধ করার লক্ষ্য নিয়ে একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করে। ১৯৯৬ সালের অক্টোবর, প্রথম অটোয়া সম্মেলনে, কানাডার পররাষ্ট্র মন্ত্রী লয়েড অ্যাক্সওয়ার্দি অটোয়া প্রক্রিয়া চালু করেন। পরবর্তীতে, ১৯৯৭ সালের…