নিষ্ক্রিয় গ্যাস কি? বৈশিষ্ট্য, ব্যবহার
নিষ্ক্রিয় গ্যাস কি?
Ne (10) : 1s² 2s² 2p⁶
Ar (18) : 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶
Kr (36) : 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹º 4s² 4p⁶
Xe (54) : 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹º 4s² 4p⁶ 4d¹º 5s² 5p⁶
Rn (86) : 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹º 4s² 4p⁶ 4d¹º 5s² 5p⁶ 4f¹⁴ 5d¹º 6s² 6p⁶
নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য
- সাধারণ তাপমাত্রা ও চাপে নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণুক গ্যাস।
- নিষ্ক্রিয় গ্যাসগুলোর বর্ণ, স্বাদ বা গন্ধ নেই।
- এগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত কম।
- দুর্বল আকর্ষণ বল থাকার কারণে এদের গলনতাপ ও বাষ্পীয়ভবন তাপ কম।
- আকর্ষণ বল কম থাকার কারণে নিস্ক্রিয় গ্যাসগুলোকে তরলে পরিণত করা অনেক কঠিন।
- গ্যাসগুলো গন্ধহীন, অদাহ্য, বর্ণহীন এবং রাসায়নিক বিক্রিয়া কম অংশগ্রহণ করে।
- নিষ্ক্রিয় গ্যাস সমূহ জলে অদ্রবণীয়।
- নিয়ন ছাড়া সমস্ত নিষ্ক্রিয় গ্যাস বিদ্যুৎ পরিবহন করে।
- এদের ঘনত্ব কম।
- কক্ষ তাপমাত্রা এবং চাপে গ্যাসীয় অবস্থায় বিদ্যমান।
- খুব কম ইলেক্ট্রোনেগেটিভিটি।
- এগুলো দাহ্য নয়।
- সহজে ইলেকট্রন গ্রহণ বা দান করে না।
- বৈদ্যুতিক প্রবাহে বিভিন্ন রঙের আলো নির্গত করে।
নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার
- বেলুন ও আকাশ যানে হিলিয়াম ব্যবহৃত হয়।
- অক্সিজেনের সাথে হিলিয়াম মিশ্রিত করে ডুবুরীরা তাদের শ্বাসকার্য চালায়। এতে সমুদ্রের তলদেশে উচ্চ চাপে বায়ুতে শ্বাস-প্রশ্বাসের যে অসুবিধা হয় তা দূরীভূত হয়।
- নিম্ন তাপমাত্রার গবেষণাকার্যে তরল হিলিয়াম (স্ফুটনাঙ্ক ৪.১ K) ব্যবহৃত হয়।
- নিম্ন তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত গ্যাস থার্মোমিটারে হিলিয়াম ব্যবহৃত হয়।
- বায়ু অপেক্ষা হিলিয়াম হাল্কা বলে এটি বৃহদাকার আকাশ যানের টায়ারে ব্যবহৃত হয়।
- এটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, টিউব লাইট ও রেডিও টিউবে ব্যবহৃত হয়।
- নিয়ন প্রধানত আলোক উৎপাদন ও আলোকসজ্জায় ব্যবহৃত হয়। নিয়ন আলো কুয়াসার মধ্যেও দেখা যায় -এই জন্য বৈমানিকগণ আলোক-সংকেতরূপে এই আলো ব্যবহার করে থাকেন।
- ভোল্টমিটার, রেকটিফায়ার প্রভৃতি যন্ত্র সংরক্ষণে হিলিয়াম-নিয়ন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়।
- আর্গন প্রধানত ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত হয়। বাল্বে আর্গন থাকার কারণে টাংস্টেন ফিলামেন্ট সহজে বাষ্পীভূত হয় না।
- রেডিও-এর বাল্ব ও রেকটিফায়ার-এ আর্গন ব্যবহৃত হয়।
- ঝালাই-এর কাজে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে আর্গন ব্যবহৃত হয়।
- গ্যাস ক্লোমাটোগ্রাফীতেও এর ব্যবহার আছে।
- তেজস্ক্রিয়তা মাপার যন্ত্র আর্গন গ্যাস ব্যবহার হয়।
- আর্গনের মত ক্রিপটনও টিউব বাতিতে ব্যবহৃত হয়।
- কসমিক রশ্মি পরিমাপে আয়নীকরণ প্রকোষ্ঠে ক্রিপটন ব্যবহৃত হয়।
- খনি-শ্রমিকদের ‘ক্যাপ-ল্যাম্পে’ ক্রিপটন ব্যবহার করা হয়।
- তীব্র আলো সৃষ্টির জন্য ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ক্রিপটন ব্যবহার করা হয়।
- বিভিন্ন তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রে ক্রিপটন ব্যবহার করা হয়
- দ্রুত গতিসম্পন্ন ফ্লাশ-লাইটে জেনন ব্যবহার করা হয়।
- গামা রশ্মি, নিউটন ও অন্যান্য নিউক্লিয় কণা শনাক্তকরণের জন্য বুদবুদ প্রকোষ্ঠে জেনন গ্যাস ব্যবহার করা হয়।
- রেডিও-থ্যারাপি চিকিৎসায় শরীরে ক্ষতিকর বৃদ্ধি নাশে এটি ব্যবহৃত হয়।
- ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে রেডন ব্যবহার করা হয়।
- তেজস্ক্রিয় গবেষণার কাজে এটি ব্যবহার করা হয়।