যৌগের সংকেত কাকে বলে?
কোনো যৌগের একটি অণুতে উপস্থিত মৌলের প্রতীক এবং সংখ্যা যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই যৌগের সংকেত বলে।
যৌগের সংকেত লেখার নিয়ম
- যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে।
- প্রতিটি যৌগের একটি নির্দিষ্ট সংকেত থাকে।
- সংকেত দ্বারা যৌগের অণুতে পরমাণু বা আয়নের সংখ্যা প্রকাশ করে।
- নিরপেক্ষ পরমাণু ও আধানবিশিষ্ট আয়ন দ্বারা যৌগের অণু গঠিত হতে পারে।