পড়াশোনা

আমি কখন “has been”, “have been” এবং “had been” ব্যবহার করবো?

1 min read

সর্বপ্রথম ইংরেজি গ্রামারের টেন্স সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। কাল অনুসারে অর্থাৎ টাইম অনুসারে টেন্স কে তিন ভাগে বিভক্ত। তা সকলেই জানেন। আমার আলোচ্য বিষয় প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল ও পাস্ট টেন্স অর্থাৎ ভূতকাল। উপরিউক্ত প্রশ্নতে has been অথবা have been প্রভৃতি ব্যবহার করা হয়ে থাকে প্রেসেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে।

Present perfect continuous

সাধারণত যে কোন একটি কাজ অতীতে শুরু হয়েছিল যা এখনও চলছে এমন ক্ষেত্রে এই টেন্স ব্যবহার করা হয়।

Pattern : Subject + has / have + verb + ing

Has

Subject যদি singular হয় তবে has been ব্যবহার হয়।

It has been raining since Monday.

He has been working here since January.

She has been working all day.

Ram has been studying since morning.

এখানে it, he, she, Ram ‌‌‌‌এই subject গুলি একজন কে উল্লেখ করে, তাই has been ব্যবহার করা হয়।

Have

Subject যদি plural হয় তবে havel been ব্যবহার হয়।

have been painting since evening.

We have been roaming since March.

You have been writing all day.

They have been playing all the time.

এখান we, you, they ‌‌‌‌এই subject গুলি এক জনের বেশি উল্লেখ করে, তাই have been ব্যবহার করা হয়।

I(আমি), you (তুমি) একটি ব্যক্তি বোঝালেও have ব্যবহার হবে।

Past perfect continuous

কাজ অনেক সময় ধরে চললে।

Pattern : Subject + had + been + verb + ing

He had been working.

They had been playing.

She had been writing.

We had been singing.

সব সবক্ষেত্রেই had been ব্যবহার হবে।

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আমি কখন “has been”, “have been” এবং “had been” ব্যবহার করবো?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (38 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x