লোহায় মরিচা ধরার কারণ কি?
লোহায় মরিচা ধরার কারণঃ
লোহায় মরিচা ধরার কারণঃ
রসায়নে একধরণের যৌগের নাম, এলিন(Allene)। এই যৌগের মূল বৈশিষ্ট্য হলো; একটি কার্বন পরমাণু, দুটি দ্বি-বন্ধনের(double bond) মাধ্যমে, ভিন্ন দুটি কার্বনের সাথে যুক্ত থাকে। ফলে কেন্দ্রীয় কার্বন(Central Carbon) পরমাণু SP হাইব্রিডাইজেশন ও প্রান্তিক কার্বন (Terminal Carbon) sp2 হাইব্রিডাইজেশন যুক্ত হয়। চিত্র ১: এলিন যৌগ রসায়নে এলিন যৌগ গুরুত্বপূর্ণ। রাসায়নিক রূপান্তরের (Chemical Transformation) মাধ্যমে এসকল যৌগ…
দহন বিক্রিয়া (Combustion Reaction) কাকে বলে? কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় কোন মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার সাথে সংযুক্ত উপাদান মৌলগুলোকে অক্সাইড যৌগে পরিণত করা হয়। উদাহরণস্বরূপ, কার্বনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ, কার্বনকে…
ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার কি? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বলতে বুঝায় যে, ল্যাবরেটরিতে প্রবেশের পূর্বে সতর্ক থাকা, ক্ষতিকরদিক, ব্যবহারের কৌশল, দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসাবিধি, ফাস্ট এইড বক্সের ব্যবহার, কেমিক্যালসের পরিমিত ব্যবহার ও নিরাপদ সংরক্ষণ।
আগুন লাগা শিক্ষার্থীকে কি প্রয়োগ করলে শ্বাসরূদ্ধ হয়ে মারা যাবে? আগুন লাগা শিক্ষার্থীকে ফায়ার এক্সটিংগুইশার প্রয়োগ করলে শ্বাসরূদ্ধ হয়ে মারা যাবে।
কয়লা, প্রাকৃতিক গ্যাসকে কেন জীবাম্ম জ্বালানি বলা হয়? কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস মানুষের সৃষ্ট নয়। হাজার হাজার বছর পূর্বে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণির দেহ চাপা পড়ে উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই জ্বালানি তৈরি হয়েছে। এই জ্বালানির ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হয়েছে বলে একে জীবাশ্ম জ্বালানি বলা হয়।
সাবানায়ন কি? তেল বা চর্বিকে কস্টিক সোডা বা কস্টিক পটাস সহযোগে আর্দ্রবিশ্লেষণ করে সোডিয়াম বা পটাসিয়াম সাবান তৈরি করার পদ্ধতিকে সাবানায়ন বলে।