কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। যেমন- মিথেন,ইথেন ইত্যাদি।
হাইড্রোকার্বন কি?
হাইড্রোকার্বনের জাতক কি?
কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোকার্বনের জাতক (হাইড্রোকার্বন থেকে উদ্ভত) হওয়ায় কার্বন টেট্রাক্লোরাইড কে জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক হতে উৎপন্ন যৌগ সমূহকে জৈব যৌগ বলে। এবং হাইড্রোজেন ও কার্বন দ্বারা সৃষ্ট যৌগ কে হাইড্রো কার্বন বলে।