পরিবর্তনশীল যোজ্যতা কি?

পরিবর্তনশীল যোজ্যতা কি?

কিছু মৌলের যোজ্যতা অবস্থাভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ এরা যোজ্যতা প্রদর্শন করে। এরূপ যে মৌলের একাধিক যোজনী থাকে তার যোজনীকে মৌলের পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা বলে।
যেমন- আয়রনের দুটি যৌগ FeCl2 ও FeCl3 এ আয়রনের যোজনী যথাক্রমে 2 ও 3।
তাহলে আয়রন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।

Similar Posts