পদার্থ বিজ্ঞান

বীট ও ব্যতিচার এর মধ্যে পার্থক্য

1 min read

বীট ও ব্যতিচার এর মধ্যে পার্থক্য

বীট ও ব্যতিচার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নং বীট ব্যতিচার
 ১ প্রায় সমান কম্পাঙ্ক, প্রায় সমান অথবা সমান বিস্তার ও একই দিকে অগ্রগামী দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের লব্ধি প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস-বৃদ্ধির ঘটনাকে বীট বলে। সমান কম্পাঙ্ক ও বিস্তার বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে কোন স্থানে প্রবলতর শব্দ এবং কোন স্থানে নীরবতা সৃষ্টি হওয়ার ঘটনাকে ব্যতিচার বলে।
 ২ তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য সময়ের সাথে পরিবর্তিত হয়। তরঙ্গদ্বয়ের দশাপার্থক্য সময়ের সাথে অপরিবর্তিত থাকে।
 ৩ লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক বীট সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের গড় মানের সমান। লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের উভয়েরই কম্পাঙ্কের সমান।
 ৪ শব্দের প্রাবল্য সময়ের সাথে পরিবর্তিত হয়। শব্দের প্রাবল্য সময়ের সাথে অপরিবর্তিত থাকে।
5/5 - (13 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x