Similar Posts
দহন বিক্রিয়া কাকে বলে?
দহন বিক্রিয়া (Combustion Reaction) কাকে বলে? কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় কোন মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার সাথে সংযুক্ত উপাদান মৌলগুলোকে অক্সাইড যৌগে পরিণত করা হয়। উদাহরণস্বরূপ, কার্বনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ, কার্বনকে…
যৌগমূলক কি?
যৌগমূলক কি? যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে।
ডাইস্যাকারাইড কাকে বলে?
ডাইস্যাকারাইড কাকে বলে? যেসকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করে দুটি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে ডাইস্যাকারাইড বলে। যেমনঃ ইক্ষু চিনি। একে পানি দ্বারা আর্দ্রবিশ্লেষিত করলে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়।
মরিচা কি?
মরিচা কি? আর্দ্র আয়রন (III) অক্সাইডকে মরিচা বলে। যার সংকেত হলো Fe2O3·nH2O লোহায় মরিচা ধরার কারণঃ লোহা শক্ত কিন্তু মরিচা ভঙ্গুর। বিশুদ্ধ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার অক্সাইড নামক এক প্রকার রাসায়নিক পদার্থে পরিণত হয়। এই রাসায়নিক পদার্থের কারণেই লোহায় মরিচা ধরে। মরিচার সংকেত লিখ মরিচার সংকেত হলো Fe2O3·nH2O.
তড়িৎ ঋণাত্মকতা কি?
তড়িৎ ঋণাত্মকতা কি? কোনো অণুতে উপস্থিত দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। উদাহরণঃ H-Cl অণুতে একটি ইলেকট্রন যুগল উভয় পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। একে শেয়ারকৃত ইলেকট্রন যুগল বলে। কিন্তু গড়ে এ ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু অপেক্ষা ক্লোরিন পরমাণুর নিকটে অধিক আকৃষ্ট হয়। এর কারণ…
ক্যাটায়ন কাকে বলে?
ক্যাটায়ন কাকে বলে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে ক্যাটায়ন বলে। ধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করে যে আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে। ক্যাটায়ন প্রোটনের তুলনায় ইলেকট্রন কম থাকায় এর আধান (চার্জ) ধনাত্মক (+) বা Positive। উদাহরণঃ সোডিয়াম মৌলের পরমাণুতে 11টি ইলেট্রন থাকে। এর ইলেকট্রন বিন্যাস…