ডাইস্যাকারাইড কাকে বলে?
ডাইস্যাকারাইড কাকে বলে?
যেসকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করে দুটি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে ডাইস্যাকারাইড বলে। যেমনঃ ইক্ষু চিনি।
একে পানি দ্বারা আর্দ্রবিশ্লেষিত করলে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়।
যেসকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করে দুটি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে ডাইস্যাকারাইড বলে। যেমনঃ ইক্ষু চিনি।
একে পানি দ্বারা আর্দ্রবিশ্লেষিত করলে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়।
আকরিক কি? যে সকল খনিজ হতে লাভজনক ভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে।
তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ (Electrolysis) হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি রাসায়নিক পরিবর্তনকে প্রভাবিত করার জন্য একটি পদার্থের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ হল একটি স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়াকে সংঘটিত করার জন্য বৈদ্যুতিক প্রবাহের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা মতে, তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের দ্রাবনের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে রাসায়নিক বিয়োজন ঘটে…
Disposable হ্যান্ড গ্লাভস কি? যে সমস্ত হ্যান্ড গ্লাভস ব্যাকটেরিয়া বা অণুজীব দ্বারা পঁচনযোগ্য এবং পরিবেশ বান্ধব তাকে Disposable হ্যান্ড গ্লাভস বলে।
সমআয়ন প্রভাব কাকে বলে? দ্রবণে সমআয়ন উপস্থিত থাকলে কোনো লবণের দ্রাব্যতার যে পরিবর্তন ঘটে তাকে সমআয়ন প্রভাব বলে। যেমনঃ NaCl এর জলীয় দ্রবণে যদি AgCl দ্রবীভূত করা তাহলে উভয় যৌগের সাধারণ আয়ন Cl– এর পরিমাণ বেড়ে যাবে ও NaCl এর দ্রাব্যতার হ্রাস পাবে। এটিই সমআয়ন প্রভাব।
ক্ষার কাকে বলে? যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকেই ক্ষার বলে। অর্থাৎ ক্ষার একটি ক্ষারীয় ধাতু বা ক্ষারীয় ধাতব ধাতুর উপাদানগুলির একটি মৌলিক হাইড্রোক্সাইড বা আয়নিক লবণ, যা পানিতে দ্রবণীয়। উদাহরণস্বরূপ, সোডিয়াম হাইড্রোক্সাইড = NaOH পটাসিয়াম হাইড্রোক্সাইড = KOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড = Ca(OH)2 ক্যালসিয়াম কার্বনেট = CaCO3 এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড = Mg(OH)2 ইত্যাদি।
অনুসন্ধান কি? কোনো বিষয় সম্বন্ধে জিজ্ঞাসাই হলো অনুসন্ধান।