ক্যাটায়ন কাকে বলে?

ক্যাটায়ন কাকে বলে?

তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে ক্যাটায়ন বলে।

ধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করে যে আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে।

ক্যাটায়ন প্রোটনের তুলনায় ইলেকট্রন কম থাকায় এর আধান (চার্জ) ধনাত্মক (+) বা Positive।

উদাহরণঃ সোডিয়াম মৌলের পরমাণুতে 11টি ইলেট্রন থাকে। এর ইলেকট্রন বিন্যাস – 2, 8, 1।

সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তিস্তরের একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে Na+ আয়নে পরিণত হয়। একে সোডিয়াম ক্যাটায়ন বলা হয়।

Na → Na++e

 

শেষ কথা:

 

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ক্যাটায়ন কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts