Similar Posts
ভরসংখ্যা কি?
ভরসংখ্যা কি? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার সমষ্টিকে ঐ মৌলের ভরসংখ্যা বলে।
ব্যুরেট রিডিং নেওয়ার পদ্ধতি
ব্যুরেট রিডিং নেওয়ার পদ্ধতি ব্যুরেট পাঠ নেওয়ার পূর্বে পাতিত পানি যোগ করে ভালোভাবে রিঞ্জ করতে হবে। স্টপকর্ক বন্ধ করে ব্যুরেটের প্রয়োজনীয় অংশ ফানেলের সাহায্যে বিকারক দ্বারা পূর্ণ করতে হবে। এর ব্যুরেটের উচ্চতা ঠিক রেখে প্রাথমিক পাঠ নিতে হবে। পাঠ গ্রহণের সময় lower meniscus নিতে হবে। এরপর প্রয়োজনীয় পরিমাণ বিকারক ব্যুরেট হতে নেওয়া হলে ব্যুরেটের শেষ…
চোখে এসিড লাগলে কি পরিমাণ ক্ষার ব্যবহার করতে হবে?
চোখে এসিড লাগলে কি পরিমাণ ক্ষার ব্যবহার করতে হবে? 4% NaHCO3 দ্রবণের 2-3 ড্রপ। চোখে এসিড লাগলে 4% NaHCO3 দ্রবণের 2-3 ড্রপ ক্ষার ব্যবহার করতে হবে।
বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখা কীরূপে তৈরি করবে?
বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখা কীরূপে তৈরি করবে? বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখা তৈরি করার জন্য বার্নারের বায়ু নিয়ন্ত্রককে এমনভাবে ঘুরাতে হবে যেন, বার্নারের বায়ু নিয়ন্ত্রণের ছিদ্র ও বার্নার টিউবের বায়ু ছিদ্র এক সাথে মিলে যায়। এ অবস্থায় পর্যাপ্ত টিউবের বায়ু ছিদ্র এক সাথে সমন্বিত হলে পর্যাপ্ত বায়ু জ্বালানির সাথে মিশ্রিত হলে জ্বালানির পূর্ণ দহনে সাহায্যে করে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড কয়টি?
আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড কয়টি? আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল 10 টি।
পর্যায় সারণির সুবিধা (Advantages of the Periodic Table)
পর্যায় সারণির সুবিধা (Advantages of the Periodic Table) পর্যায় সারণি বিভিন্ন রসায়নবিদদের নিরলস প্রচেষ্টায় গড়া রসায়নের জগতে এক অসামান্য অবদান। রসায়ন অধ্যয়ন, নতুন মৌল সম্পর্কে ভবিষ্যদ্বাণী, গবেষণা ইত্যাদিতে পর্যায় সারণি বিরাট ভূমিকা পালন করে। নিচে তার কয়েকটি উদাহরণ তুলে ধরা হলোঃ রসায়ন পাঠ সহজীকরণঃ 2016 সাল পর্যন্ত পৃথিবীতে 118 টি মৌল আবিষ্কার করা হয়েছে। আমরা যদি…