তরল খনিজ কি?
তরল খনিজ কি?
যেসব খনিজ পদার্থকে তরল হিসেবে পাওয়া যায় তাদেরকে তরল খনিজ বলে।
তরল খনিজ কি?
যেসব খনিজ পদার্থকে তরল হিসেবে পাওয়া যায় তাদেরকে তরল খনিজ বলে।
ক্ষার ধাতু কাকে বলে? যে সকল ধাতু পানির সঙ্গে সরাসরি বিক্রিয়া করে এবং তীব্র ক্ষার গঠন করে তাকে ক্ষার ধাতু বলে। যেমন: সোডিয়াম (Na), পটাশিয়াম (K), লিথিয়াম (Li), ক্যালসিয়াম (Ca), আয়রন (Fe), জিংক (Zn), গোল্ড (Au), সিলভার (Ag) ইত্যাদি। ক্ষার ধাতুগুলির উৎস ক্ষার ধাতুগুলি অত্যন্ত সক্রিয়। এজন্য এদেরকে প্রকৃতিতে কেবল রাসায়নিক যৌগে সংযুক্ত অবস্থায় পাওয়া…
তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সে যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়।
নিরাপদ গ্লাস কি? পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে চোখকে রক্ষার জন্য প্লাস্টিকের তৈরি চশমা ব্যবহৃত হয় যা সমস্ত চোখকে ঢেকে রাখে, একে নিরাপদ গ্লাস বলে।
ল্যাবরেটরিতে অগ্নি ঘণ্টা কোথায় লাগানো উচিত? অগ্নি নির্বাপক যন্ত্রের পাশেই যাতে চোখে পড়ে এমন স্থানে দেয়ালের সাথে অগ্নি ঘণ্টা লাগানো উচিত।
অ্যারিন কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলা হয়।
পর্যায় সারণির সুবিধাগুলো কি কি? রসায়ন শাস্ত্র অধ্যয়ন ও প্রয়োগকারীদের জন্য পর্যায় সারণি একটি অপরিহার্য হাতিয়ার। আধুনিক পর্যায় সারণি ব্যতিত রসায়ন চর্চা সম্ভব নয়। নিম্নে পর্যায় সারণির সুবিধাগুলো উল্লেখ করা হলো- এ পর্যন্ত আবিষ্কৃত 118 টি মৌলের পৃথক পৃথক ধর্ম মনে রাখা কষ্টসাধ্য। কিন্তু পর্যায় সারণির একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই হয়। ফলে রসায়ন পাঠ…