ক্ষার ধাতু কাকে বলে?
যে সকল ধাতু পানির সঙ্গে সরাসরি বিক্রিয়া করে এবং তীব্র ক্ষার গঠন করে তাকে ক্ষার ধাতু বলে।
যেমন: সোডিয়াম (Na), পটাশিয়াম (K), লিথিয়াম (Li), ক্যালসিয়াম (Ca), আয়রন (Fe), জিংক (Zn), গোল্ড (Au), সিলভার (Ag) ইত্যাদি।
ক্ষার ধাতুগুলির উৎস
ক্ষার ধাতুগুলি অত্যন্ত সক্রিয়। এজন্য এদেরকে প্রকৃতিতে কেবল রাসায়নিক যৌগে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়, কখনো মুক্ত মৌল হিসেবে পাওয়া যায় না। ভূ-ত্বকের কঠিন শিলায় অ্যালুমিনোসিলিকেট যৌগে (সিলিকন, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের যৌগ যার মধ্যে ধনাত্মক আয়ন হিসেবে Na+ এবং K+ আয়ন উপস্থিত থাকে) প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাসিয়াম তাদের দ্রবণীয় লবণ হিসেবে শেষ পর্যন্ত বৃষ্টি এবং নদীর পানি দ্বারা বাহিত হয়ে সাগরে পৌঁছায়।