Similar Posts
ল্যাবরেটরিতে নিরাপত্তা সামগ্রী ও ব্যবহার বিধি (Laboratory Safety tools and its safe use)
ল্যাবরেটরিতে নিরাপত্তা সামগ্রী ও ব্যবহার বিধি (Laboratory Safety tools and its safe use) ল্যাবরেটরিতে কাজ করবার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেমন – কাপড়ে বা শরীরে এসিড লাগা, মুখমণ্ডলে বা চোখে এসিড পড়তে পারে, আগুনে পুড়ে যাওয়া, কাচের পাত্র ভেঙে কেটে যাওয়া, পরীক্ষানলে তাপ দেওয়ার সময় জাম্প করে রাসায়নিক দ্রব্য গায়ে বা চোখে মুখে…
জুওপ্লাংক্টন কি?
জুওপ্লাংক্টন কি? পানিতে বসবাসকারী এক ধরনের ক্ষুদ্র প্রাণীকে জুওপ্লাংক্টন বলে।
অ্যানালার কি?
অ্যানালার কি? সবচেয়ে বিশুদ্ধ (90%) রাসায়নিক পদার্থকে অ্যানালার (Analar) বলে।
আনবিক সংকেত কাকে বলে ? উদাহারনসহ ব্যাখ্যা
আনবিক সংকেত কাকে বলে? কোনো একটি মৌল বা যৌগে বিদ্যমান মৌলগুলোর পরমাণু সংখ্যা ও প্রতীক যে সংকেতের মাধ্যমে প্রকাশ পায়, তাকে আনবিক সংকেত বলে। আনবিক সংকেত মৌল বা যৌগের অণুতে বিভিন্ন ধরনের মৌলের পরমাণুর সংখ্যাকে প্রতীকের সাহায্যে প্রকাশ করে। আনবিক সংকেতের উদাহারন আমরা সবাই পানি পান করি। এই পানির আনবিক সংকেত হচ্ছে H2O । এই আনবিক সংকেত দ্বারা…
আধুনিক রসায়নের জনক কে?
আধুনিক রসায়নের জনক কে? আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভয়সিয়ে।
শ্বসন কি?
শ্বসন কি? শর্করা জাতীয় খাদ্য, স্টার্চ, চিনি, গ্লুকোজ ইত্যাদি বায়ু থেকে গৃহীত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2, H2O ও শক্তি উৎপন্ন করে। মানবদেহে সংঘটিত এই প্রক্রিয়াকে শ্বসন বলে।