তথ্য প্রযুক্তি

(Threads) থ্রেডস কি? থ্রেডস অ্যাপের সুবিধা-অসুবিধা

1 min read
তথ্য বিনিময়ে মাইক্রোব্লগিং খুবই জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মাইক্রোব্লগিং হল টুইটার যার প্রধান ইলন মাস্ক। সম্প্রতি, টুইটাররকে টেক্কা দিতেই মার্ক জাকারবার্গ নিয়ে আসল নতুন মাইক্রোব্লগিং থ্রেডস। এই আর্টিকেলে, আমরা থ্রেডস কি? থ্রেডস-অ্যাপে লগিন করার নিয়ম এবং এর সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
 

থ্রেডস কি?

থ্রেডস হল একটি মাইক্রোব্লগিং প্লাটফর্ম যেখানে ছোট ছোট বার্তা, ফটো এবং ভিডিও শেয়ার করা যায়। ৬ জুলাই, ২০২৩-এ মেটা (Meta) থ্রেডস নামে একটি মাইক্রোব্লগিং সাইট লঞ্চ (Launch) করে। থ্রেডস একটি “টেক্সট-ভিত্তিক কথোপকথন” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
এটিকে টুইটারের বিকল্প হিসেবে অনেকেই মনে করেন। থ্রেডস অ্যাপে প্রতি পোস্টে সর্বোচ্চ ৫০০ অক্ষর পর্যন্ত লেখা যাবে। এছাড়া লিঙ্ক, ফটো এবং ৫ মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবে।
থ্রেডস অ্যাপের বৈশিষ্ট্য হচ্ছে, সহজেই আপনার ইনস্টাগ্রামে থ্রেডস পোস্ট শেয়ার করতে পারবেন, বা আপনার  অন্য কোনো প্ল্যাটফর্মে একটি লিঙ্ক হিসাবে থ্রেডস পোস্ট শেয়ার করতে পারেন।
থ্রেডস অ্যাপ লগ-ইন করতে হবে ইনস্টাগ্রাম একাউন্ট দিয়ে। ইনস্টাগ্রামের একই ইউজারনেম এখানেও থাকবে, তবে কেবলমাত্র থ্রেডসের উপযোগী করে প্রোফাইল বদল করা যাবে।
কোন ব্যবহারকারী ইনস্টাগ্রামে যাদের ফলো করেন, এখানেও একজন ব্যবহারকারী চাইলে সেসব একাউন্ট ফলো করতে পারবেন। তবে ইনস্টাগ্রামের একাউন্টটি প্রাইভেট রাখা যাবে, কিন্তু থ্রেডসের একাউন্টটি হবে সবার জন্য উন্মুক্ত।

থ্রেডস অ্যাপ ডাউনলোড

Android বা iOS এর জন্য থ্রেডস অ্যাপ ডাউনলোড করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
অ্যান্ড্রয়েডের জন্য থ্রেডস অ্যাপ:
  1. আপনার Android মোবাইল ডিভাইসে Google Play Store খুলুন।
  2. সার্চ বারে, “ইনস্টাগ্রাম থ্রেডস” টাইপ করুন।
  3. ইনস্টাগ্রাম থেকে অফিসিয়াল থ্রেড অ্যাপটি সনাক্ত করুন এবং এটিতে  ক্লিক করুন।
  4. “ইনস্টল” বোতামে ক্লিক করুন।
  5. আপনার মোবাইল ডিভাইসে অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করার জন্য অপেক্ষা করুন।
  6. একবার ইনস্টল হয়ে গেলে, আপনি থ্রেডস অ্যাপ খুলতে পারেন এবং আপনার Instagram অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে লগ ইন করতে পারেন।
অ্যাপল ডিভাইসের জন্য থ্রেডস অ্যাপ:
  1. আপনার অ্যাপল ডিভাইসে (iPhone বা iPad) অ্যাপ স্টোর খুলুন।
  2. সার্চ ট্যাবে, “ইনস্টাগ্রাম থ্রেডস” লিখুন।
  3. ইনস্টাগ্রাম থেকে অফিসিয়াল থ্রেডস অ্যাপ খুঁজুন এবং এটিতে ক্লিক করুন।
  4. আপনার অ্যাপল আইডি পাসওয়ার্ড, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে ডাউনলোড করুন।
  5. অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করার জন্য অপেক্ষা করুন।
  6. ইনস্টলেশনের পরে, আপনি থ্রেডস অ্যাপ খুলতে পারেন এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিবরণ ব্যবহার করে সাইন ইন করতে পারেন।

ইনস্টাগ্রামে থ্রেডস লগিন করবেন যেভাবে

থ্রেডস-এ লগিন করা একদম সহজ। প্রথমে ইনস্টাগ্রাম এপসে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। লগ ইন  করার পর, একদম নিচে প্রোফাইল রয়েছে, সেখানে ক্লিক করুন। প্রোফাইলে একদম উপরে থ্রি ডট আইকনে ক্লিক করুন। দেখবেন সেখানে নতুন একটি অপশন থ্রেডস অন্তর্ভুক্ত হয়েছে। এবার থ্রেডস অপশনে ক্লিক করুন। অথবা আপনি চাইলে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে থ্রেডস এপসটি ডাউনলোড করতে পারেন।

থ্রেডস অ্যাপের সুবিধা

  • থ্রেডস অ্যাপের সুবিধা হল এটি সমমনা মানুষদের একত্র করে, যেখানে তাঁরা স্বাধীনভাবে নিজেদের মতামত দিতে পারবেন।
  • ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সহজেই তাঁদের পোস্ট থ্রেডস অ্যাকাউন্ট থেকেও পোস্ট করতে পারবেন।
  • এই অ্যাপে প্রতি পোস্টে সর্বোচ্চ ৫০০ অক্ষর পোস্ট করা যাবে।
  • যেকোন লিঙ্ক, ফটো এবং 5 মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবে।
  • একজন ব্যবহারকারী থ্রেডস থেকে তার পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন, আবার ইনস্টাগ্রাম থেকে থ্রেডসে।

থ্রেডস এপস এর অসুবিধা

  • থ্রেডস এখনো ডেস্কটপের উপযোগী নয়, এটি ডেস্কটপে অত ভালো কাজ করে না।
  • এটিতে ট্রেন্ডিং বিষয়ের তথ্যও থাকে না, কাজেই কোন জিনিস ভাইরাল হচ্ছে তা জানা কঠিন।
  • এটিতে কোন মেসেজ করার অপশন নেই।
  • একাউন্ট ভেরিফিকেশন করতে একজন ব্যবহারকারী অর্থ দিয়ে ব্লু টিক কিনতে হবে।
  • অ্যাপলের অ্যাপ স্টোরে থেকে থ্রেডস ডাউনলোড করলে, এটি ব্যবহারকারীর স্বাস্থ্য, আর্থিক এবং ব্রাউজিং সংক্রান্ত তথ্যসহ অনেক ধরনের তথ্য সংগ্রহ করে।
5/5 - (7 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x