সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই আয়োজন। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ২য় অধ্যায় (স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদশ রেড ক্রিসেন্ট সোসাইটি) থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

প্রশ্ন-১। হাইকিং শব্দের অর্থ কি?

উত্তরঃ হাইকিং শব্দের অর্থ উদ্দেশ্যমূলক ভ্রমণ।

প্রশ্ন-২। প্রাথমিক প্রতিবিধান কাকে বলে? (What is called first aid?)

উত্তরঃ কোন ব্যাক্তি দূর্ঘটনায় পতিত হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত রোগীকে সুস্থ রাখার জন্য যে কাজ করা হয় তাকে প্রাথমিক প্রতিবিধান বলে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। হাইকিং কোন ধরনের কর্মসূচি?

ক) রাজনৈতিক    খ) শিক্ষামূলক

গ) সামাজিক    ঘ) উন্নয়নমূলক

২। প্রাথমিক চিকিৎসার কথা সর্বপ্রথম কে বলেছেন?

ক) ডা. ফেড্রিক এজমার্ক

খ) জিন হেনরি ডুনান্ট

গ) ড. জেমস নেইসমিথ

ঘ) লর্ড ব্যাডেন পাওয়েল

৩। হাতের কব্জি ঝুলিয়ে রাখতে কোন ব্যান্ডেজ ব্যবহার করা হয়?

ক) রোলার

খ) কলার অ্যান্ড কাফ স্লিং

গ) আর্ম স্লিং

ঘ) ট্রায়াঙ্গুলার

৪। হাইকিংয়ের সফলতা নির্ভর করে কোনটির ওপর?

ক) পরিকল্পনা    খ) কম্পাস

গ) তাঁবু জলসা    ঘ) মানচিত্র

৫। সাধারণত ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা ভালো?

ক) স্পিরিট

খ) টিংচার আয়োডিন

গ) পটাশিয়াম পারম্যাংগানেট

ঘ) অ্যান্টিসেপটিক পাউডার

৬। মাল্টিটেইল ব্যান্ডেজ-

i. সাধারণত চোয়ালের ক্ষতে ব্যবহৃত হয়

ii. কপালে ব্যবহার করা হয়

iii. বহু প্রান্তিক বা ঞ আকৃতির হয়

নিচের কোনটি সঠিক?

ক) i    খ) i ও iii    গ) ii    ঘ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও।

রানু ছোটবেলা হতেই পরোপকারী। মানুষের কষ্ট তার ভালো লাগে না। কীভাবে সে মানুষকে তাদের বিপদে-আপদে সাহায্য করতে প্রায়ই এ বিষয়ে বাবা-মাকে প্রশ্ন করে। বাবা বললেন, তোমাদের বিদ্যালয়েই অনেক সেবামূলক সংগঠন আছে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে যে কোনো একটির সদস্য হয়ে যাও।

৭। রানুর জন্য সুবিধাজনক সেবামূলক সংগঠন কোনটি?

ক) স্কাউট    খ) রেডক্রস

গ) গার্ল গাইড    ঘ) রেডক্রিসেন্ট

৮। সেবামূলক সংগঠনের সদস্য হলে রানুর যা করার সম্ভাবনা তা হল-

i. শিশু ও বয়স্কদের প্রয়োজনে রাস্তা পারাপারে সাহায্য করা

ii. হারিয়ে যাওয়া শিশুদের বাড়ি পৌঁছি দেয়া

iii. আহত কাউকে হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।

আরিতা বিদ্যালয় থেকে বাড়িতে আসার পর বিকালে মাঠে খেলতে গিয়েছিল। খেলার সময় ইটের ওপর পড়ে গিয়ে পা কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। খুশবুর বন্ধুরাই তাকে সহযোগিতার জন্য দৌড়ে আসে এবং তাদের সঙ্গে যা ছিল তা দিয়ে প্রথমে রক্ত পড়া বন্ধ করল, তারপর তাকে হাসপাতালে নিয়ে গেল।

৯। আরিতার বন্ধুদের প্রতি সম্পাদিত কাজটি কী?

ক) হাতুড়ে চিকিৎসা

খ) পর্যবেক্ষণ

গ) প্রাথমিক চিকিৎসা

ঘ) চিকিৎসা

১০। আরিতার বন্ধুদের মতো সবার করণীয়-

i. ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করা

ii. ক্ষতস্থানে কিছু থাকলে বের করে দেয়া

iii. ক্ষতস্থানে ম্যাসেজ করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii

গ) i ও iii    ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :

আরিক তার বিদ্যালয়ের একটি সংগঠনের সঙ্গে জড়িত। এ সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা কাজের জন্য প্রস্তুত থাকা। সংগঠনের সাতটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। এ সংগঠনটির কর্মকাণ্ডের ফলে তার বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

১১। আরিক কোন সংগঠনের সঙ্গে জড়িত?

ক) গার্ল গাইড

খ) রেড ক্রিসেন্ট

গ) স্কাউট

ঘ) রেডক্রস

১২। আরিকের সংগঠনটির সফল বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মধ্যে-

i. মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে

ii. সমাজে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে

iii. গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি তৈরি হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) ii ও iii

গ) i ও iii    ঘ) i, ii ও iii

১৩। কার সুপারিশক্রমে হাইকিং এর কর্মসূচি প্রণয়ন করতে হবে?

ক) উপদল নেতা

খ) জমির মালিক

গ) থানা কমিশনার

ঘ) গ্রুপ স্কাউট কাউন্সিল

১৪। স্কাউট ও গার্ল গাইডের স্লোগান কি?

ক) Do a good turn daily

খ) Be prepared

গ) Do well others

ঘ) Be a good man

১৫। ১৮৫৯ সালের ২৪ জুন ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত ১৬ ঘণ্টার যুদ্ধে কত সৈন্য হতাহত হয়?

ক) প্রায় ৩০ হাজার

খ) প্রায় ৩৫ হাজার

গ) প্রায় ৪০ হাজার

ঘ) প্রায় ৪৫ হাজার

১৬। কাজের মধ্য দিয়ে কী অর্জিত হয়?

ক) সফলতা

খ) নেতৃত্বের গুণাবলী

গ) মানসিক বিকাশ

ঘ) চারিত্রিক গুণাবলী

১৭। যুদ্ধের ভয়াবহ ও বিভীষিকাময় স্মৃতি ও তার প্রতিকারমূলক এ মেমোরি অব সলফেরিনো বইটির লেখক কে?

ক) পাওয়েল

খ) জিন হেনরি ডুনান্ট

গ) মাইকেল ক্লার্ক

ঘ) বিল ক্লিনটন

১৮। কোন সালে ভিয়েনায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়?

ক) ১৯১০ সালে

খ) ১৯১৯ সালে

গ) ১৯৩৫ সালে

ঘ) ১৯৬৫ সালে

১৯। আন্তর্জাতিক কমিটি অব রেড ক্রস কত তারিখে বাংলাদেশ রেডক্রস সোসাইটিকে স্বীকৃতি প্রদান করে?

ক) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

খ) ১৯৭৩ সালের ৩১ মার্চ

গ) ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর

ঘ) ১৯৭৩ সালের ১৬ ডিসেম্বর

২০। কার আদেশবলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেডক্রস সোসাইটিকে স্বীকৃতি দেয়া হয়?

ক) মহামান্য রাষ্ট্রপতি

খ) মাননীয় প্রধানমন্ত্রী

গ) বাংলাদেশ স্কাউট

ঘ) সমবায় আধিদফতর

২১। চোয়ালে কোন ধরনের ব্যান্ডেজ ব্যবহার করা হয়?

ক) টি ব্যান্ডেজ

খ) আর্ম স্লিং

গ) কলার অ্যান্ড কাফ স্লিং

ঘ) ত্রিকোণ ব্যান্ডেজ

২২। ১৯৬৩ সালের ৯ ফেব্রুয়ারি গঠিত কোন কমিটি আন্তর্জাতিক রেড ক্রস নামে পরিচিত?

ক) কমিটি অব ফোর

খ) কমিটি অব ফাইভ

গ) কমিটি অব সিক্স

ঘ) কমিটি অব সেভেন

উত্তর :-

১ ক); ২ ক); ৩ খ); ৪ ক); ৫ গ); ৬ ক) ;৭ গ); ৮ ঘ); ৯ গ); ১০ ক); ১১ গ); ১২ ক); ১৩ ঘ); ১৪ ক); ১৫ গ); ১৬ খ); ১৭ খ); ১৮ ঘ); ১৯ গ); ২০ ক); ২১ ক); ২২ খ);

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.