রোধের তাপমাত্রা সহগ কী?
রোধের তাপমাত্রা সহগ কী?
রোধের তাপমাত্রা সহগ K-1 ।
রোধের তাপমাত্রা সহগ কী?
রোধের তাপমাত্রা সহগ K-1 ।
মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।
আপেক্ষিকতা কী? কোনো বিষয় অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হবার নামই আপেক্ষিকতা।
বক্রতার কেন্দ্র কী? লেন্সের কোন পৃষ্ঠ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে লেন্সের ঐ পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে।
অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গ এর মধ্যে পার্থক্য অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গ এর মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং অগ্রগামী তরঙ্গ স্থির তরঙ্গ ১ মাধ্যমের সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে। মাধ্যমের স্থির বিন্দুগুলো ছাড়া সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে। ২ প্রত্যেক কণার বিস্তার সমান। কিন্তু একটি নির্দিষ্ট সময়ে এদের সমান সরণ হয় না।…
তড়িৎ কাকে বলে? খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে থেকেই গ্রীকদের জানা ছিল যে, অ্যাম্বারকে (Amber) রেশমী কাপড় দিয়ে ঘষলে অ্যাম্বার ছোট ছোট বস্তুকণা (যেমন, কাঠের গুঁড়া)কে আকর্ষণ করার গুণ অর্জন করে। একই ভাবে চিরুণী দিয়ে শুষ্ক চুল আঁচড়িয়ে ছোট ছোট কাগজের টুকরার কাছে নিলে টুকরাগুলো আকৃষ্ট হয়। এ গুণ শুধু অ্যাম্বার বা চিরুনীতে উৎপন্ন হয়…
তাড়িত চৌম্বক বল কি? পরস্পরের সাপেক্ষে স্থির বা গতিশীল দুটি তড়িৎ চার্জ, অথবা চুম্বকের দুই মেরু অথবা একটি চুম্বক এবং একটি গতিশীল তড়িৎ চার্জের মধ্যে ক্রিয়াশীল অস্পর্শ বলই তড়িত চৌম্বক বল।