Similar Posts
ধারকত্ব কী?
ধারকত্ব কী? কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহীর চার্জ ধারকত্ব, সংক্ষেপে ধারকত্ব বলে।
শ্রেণি সমবায়
শ্রেণি সমবায় কতগুলো রোধকে যদি এমনভাবে যুক্ত করা হয় যেন প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং এভাবে অবশিষ্ট রোধগুলো সংযুক্ত থাকে, তবে এ জাতীয় সমবায়কে শ্রেণি সমবায় বলে।
নিস্পন্দ বিন্দু কাকে বলে?
নিস্পন্দ বিন্দু কাকে বলে? স্থির তরঙ্গের যেসব বিন্দুতে কণার লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হয় অর্থাৎ কণাগুলোর কোনো স্পন্দন হয় না (কণাগুলো সর্বদা স্থির থাকে) তাদের নিস্পন্দ বিন্দু বলে।
তড়িৎ চুম্বক কাকে বলে?
তড়িৎ চুম্বক কাকে বলে? বৈদ্যুতিক প্রক্রিয়ায় চুম্বকীয়করণের সময় চুম্বক পদার্থটি যদি কাঁচা লোহা হয় তবে, যতক্ষণ তড়িৎ প্রবাহিত হয় ততক্ষণ চুম্বক থাকে, তড়িৎ বন্ধ হলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। এ রকম চুম্বককে তড়িৎ চুম্বক বলে।
বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য
বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য নং বাষ্পায়ন স্ফুটন ১ স্ফুটন একটি দ্রুত প্রক্রিয়া। বাষ্পায়ন একটি ধীর প্রক্রিয়া। ২ বাষ্পায়ন তরলের উপরিতল থেকে সংঘটিত হয়। স্ফুটন তরলের সকল অংশ থেকে ঘটে। ৩ বাষ্পায়নের সময় তরলের তাপমাত্রা হ্রাস পায়। স্ফুটনের সময় তরলের তাপমাত্রা স্থির থাকে। ৪ সব তাপমাত্রাতেই তরল পদার্থের বাষ্পায়ন ঘটে। নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায়…
ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল কোথায় উদ্ভব হয়? ঘর্ষণ বলের সুবিধা ও অসুবিধা
ঘর্ষণ বল কাকে বলে? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এই বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলা হয়। ঘর্ষণ বল কোথায় উদ্ভব হয়? পরস্পরের সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে বা সৃষ্টির…