তাড়িত চৌম্বক বল কি?
তাড়িত চৌম্বক বল কি?
পরস্পরের সাপেক্ষে স্থির বা গতিশীল দুটি তড়িৎ চার্জ, অথবা চুম্বকের দুই মেরু অথবা একটি চুম্বক এবং একটি গতিশীল তড়িৎ চার্জের মধ্যে ক্রিয়াশীল অস্পর্শ বলই তড়িত চৌম্বক বল।
পরস্পরের সাপেক্ষে স্থির বা গতিশীল দুটি তড়িৎ চার্জ, অথবা চুম্বকের দুই মেরু অথবা একটি চুম্বক এবং একটি গতিশীল তড়িৎ চার্জের মধ্যে ক্রিয়াশীল অস্পর্শ বলই তড়িত চৌম্বক বল।
আলোকের সমবর্তন কী? যে প্রক্রিয়ায় আলোকের তড়িৎ ভেক্টর কে একটি নির্দিষ্ট দিকে বা এর সমান্তরাল বরাবর কম্পনক্ষম করা যায় তাকে সমবর্তন বলে।
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কাকে বলে? কোনো পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।
নিউটনের কোন সূত্র বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
ব্যারোমিটার আবিষ্কারের ইতিহাস গ্যালিলিও-র শিষ্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ইভানজেলিস্টা টরিসেলি (১৬০৮-১৬৪৭)। উত্তর ইতালির ফায়েনজাতে তার জন্ম। প্রাথমিক শিক্ষা নিজের শহরেই জেস্যুইট স্কুলে। পরে বিজ্ঞান শিক্ষা স্যাপিয়েনজা কলেজ। সেখান থেকে ১৬৪১ সালে টরিসেলি গেলেন ফ্লোরেন্সে। সেখানে কাজ নিলেও গ্যালিলিও-র সেক্রেটারি এবং সহকারী হিসেবে। গ্যালিলিও তখন জীবনের শেষ প্রান্তে প্রায় অন্ধ হয়ে গেছেন। গ্যালিলিওর শেষ দিন…
হাইগেনের নীতি হাইগেনের নীতিটি হলো, তরঙ্গমুখের প্রতিটি বিন্দুকে নতুন গোলকীয় তরঙ্গের উৎস হিসেবে গণ্য করা যায়।
ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে? 1 m2 ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তবে ঐ পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ বলে।