তড়িচ্চালক বলের উৎস কাকে বলে?
তড়িচ্চালক বলের উৎস কাকে বলে?
যেকোনো ব্যবস্থায় প্রত্যাবর্তীয়ভাবে অন্য যেকোনো রূপের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িচ্চালক বলের উৎস বলা হয়।
তড়িচ্চালক বলের উৎস কাকে বলে?
যেকোনো ব্যবস্থায় প্রত্যাবর্তীয়ভাবে অন্য যেকোনো রূপের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িচ্চালক বলের উৎস বলা হয়।
ধারক কাকে বলে? কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে। যে পদ্ধতিতে চার্জ সংরক্ষণ করে রাখা যায় তাকে ধারক বলা যায়। বিভিন্ন ধরনের তড়িৎ বর্তনীতে ধারকের ব্যাপক ব্যবহার রয়েছে। ইলেকট্রনিক যন্ত্রপাতিতে, রেডিও, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা ইত্যাদিতে ধারকের ব্যবহার রয়েছে। একটি অন্তরিত পরিবাহী এবং…
উষ্ণতামিতি ধর্ম কি? উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতি ধর্ম বলে।
স্বরসংগতি কাকে বলে? যখন ত্রয়ীর সাথে অতিরিক্ত একটি শব্দ এমনভাবে মিলিত হয় যাতে অতিরিক্ত শব্দ ত্রয়ীর নিম্নতম শব্দের অষ্টক হয় অর্থাৎ এদের কম্পাঙ্কের অনুপাত 4 : 5 : 6 : 8 হয়, তাহলে এদের সমন্বয়ে শ্রুতমধুর সুর উৎপন্ন হয়। এই সমন্বয়কে স্বরসংগতি বলে।
বল কাকে বলে? যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে, তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে।
কার্নোর চক্র কাকে বলে? কার্নোর ইঞ্জিনে কার্যনির্বাহক বস্তু উৎস থেকে তাপ গ্রহণ করে দুটি প্রসারণ (একটি সমোষ্ণ ও অন্যটি রুদ্ধতাপীয়) এবং দুটি সংনমন (একটি সমোষ্ণ ও অন্যটি রুদ্ধতাপীয়) এর মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করে ও অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে প্রাথমিক অবস্থায় ফিরে আসে। এ কার্যচক্রকে কার্নোর চক্র বলে।
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ g এর মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।