প্রথম অধ্যায় : প্যাটার্ন (গণিত), অষ্টম শ্রেণি

প্রশ্ন-১। মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি?
উত্তর : ২।

প্রশ্ন-২। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি?
উত্তর : ২।

প্রশ্ন-৩। কোন ধরনের সংখ্যা নিয়ে ম্যাজিক বর্গ গঠন করা হয়?
উত্তর : ক্রমিক স্বাভাবিক।

প্রশ্ন-৪। মৌলিক সংখ্যার গুণিতক কেটে মৌলিক সংখ্যা বের করার পদ্ধতির নাম কী?

উত্তর : ইরাটোস্থিনিস।

প্রশ্ন-৫। ৩, ৮, ১১, ১৬, ১৯, … এর পরবর্তী সংখ্যাটি কী?

উত্তর : ২৪।

প্রশ্ন-৬। ২, ৩, ৬, ১১, তালিকার পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর : ১৮।

প্রশ্ন-৭। ১ থেকে ২০ পর্যন্ত  মৌলিক সংখ্যা কয়টি?

উত্তর : ৮টি।

প্রশ্ন-৮। ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত?

উত্তর : ৫৬।

 

 

প্রশ্ন-৯। ৫ ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত?

উত্তর : ৬৫।

প্রশ্ন-১০। মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য কী

উত্তর : ১ ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই।

প্রশ্ন-১১। ইরাটোস্থিনিস ছাঁকনি?
উত্তর : মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি পদ্ধতি।

প্রশ্ন-১২। মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর : যে সকল স্বাভাবিক সংখ্যাকে ১ ও ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।

প্রশ্ন-১৩। স্বাভাবিক সংখ্যা বলতে কী বোঝায়?

উত্তর : ১, ২, ৩, ৪, … ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ সব ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা।

প্রশ্ন-১৪। প্যালিন্ড্রোম সংখ্যা কি?

উত্তর : প্যালিন্ড্রোম সংখ্যা বলতে সেই সংখ্যা কে বোঝানো হয় যে সংখ্যা গুলো উল্টালেও বানান একই থাকে বা প্যাটার্ন একই থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *