লব্ধ রাশি কাকে বলে? মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য

লব্ধ রাশি কাকে বলে?

যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদের লব্ধ রাশি বলে।

উদাহরণঃ বেগ, ত্বরণ, বল কাজ, ক্ষমতা, ঘনত্ব ইত্যাদি।

অথবা,

যেসব ভৌত রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয় অন্যকোনো মৌলিক রাশির ওপর নির্ভর করে এবং এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল থেকে উৎপন্ন হয় তাদেরকে লব্ধ রাশি বলে।

 

মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য

মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নং মৌলিক রাশি লব্ধ রাশি
 ১ যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে। যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাদেরকে লব্ধ রাশি বলে।
 ২ মৌলিক রাশির একক মৌলিক। লব্ধ রাশির একক লব্ধ একক।
 ৩ মৌলিক রাশি মাত্র সাতটি। লব্ধ রাশি অসংখ্য।
 ৪ মৌলিক রাশির মাত্রা প্রকাশে একটিমাত্র চিহ্ন ব্যবহার করা হয়। লব্ধ রাশির মাত্রা প্রকাশে একাধিক চিহ্নের ব্যবহার প্রয়োজন হয়।