আধানের নিত্যতা কি?
আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো প্রক্রিয়ায় আধানকে স্থানান্তরিত করা যায় কিন্তু কোনো নতুন আধান সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। যেমন- কাচদণ্ডকে যদি রেমমি কাপড় দ্বারা ঘর্ষণ করা হয় তখন কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয় অর্থাৎ কাচদণ্ডে ইলেকট্রনের ঘাটতি ঘটে। রেশমি কাপড় ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ রেশমি কাপড়ে ইলেকট্রনের আধিক্য ঘটে। পরীক্ষা করে দেখা গেছে, কাচদণ্ড থেকে যে পরিমাণ আধান স্থানান্তরিত হয় রেশমি কাপড়ে ঠিক সেই পরিমাণ ঋণাত্মক আধানের আবির্ভাব হয়। অর্থাৎ ঘর্ষণের ফলে নতুন আধানের সৃষ্টি বা ধ্বংস হয় না। চার্জ শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এ বিষয়টিই আধানের নিত্যতা।