English 2nd Part

Wanna, Gonna, Gotta কি? অর্থ ও ব্যবহার

1 min read
ইংরেজি ভাষায় অনেকগুলো অনানুষ্ঠানিক সংক্ষেপন (informal contractions) শব্দ রয়েছে। যেমন, Gonna, Wanna, Gotta, Kinda, lotta, outta, ain’t, dont, aren’t, could’ve, should’ve ইত্যাদি।
“Gonna,” “wanna,” “gotta,” “kinda,” and “lotta” শব্দগুলো বিশেষ করে, উত্তর আমেরিকা এবং যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলো প্রায়শই অনানুষ্ঠানিক কাজে এবং নৈমিত্তিক কথোপকথনে ব্যবহৃত হয়। যদিও শব্দগুলো শুদ্ধ ইংরেজিতে বা লিখিতরূপে ব্যবহার হয় না।

“Wanna,” “gonna,” এবং “gotta” হল যথাক্রমে “want to,” “going to,” এবং “have to/ have got to” এর অনানুষ্ঠানিক সংক্ষেপন। “Kinda”, “lot of”, “outta” হল যথাক্রমে kind of, lot of এবং out of এর অনানুষ্ঠানিক সংক্ষেপন।
উদাহরণ
“Wanna” = “I wanna (want to) go to the park.” (আমি পার্কে যেতে চাই)
“Gonna” = “I’m gonna (going to) visit my grandparents this weekend.” (আমি এই উইকেন্ডে দাদার বাড়িতে বেড়াতে যাবো)
“Gotta” = “I gotta (have got to) be careful.” (আমাকে সতর্ক হতে হবে)
“Kinda” = “I’m kinda (kind of) tired today.” (আমি আজ এক প্রকার ক্লান্ত)
“Lotta” = “There’s a lotta (lot of) people here.” (এখানে অনেক মানুষ আছে)
5/5 - (17 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x