Modal Ad Example
International

রামসার কনভেনশন কি?

1 min read
রামসার কনভেনশন (Ramsar Convention) হল বিশ্বব্যাপী বাস্তুতন্ত্র বা জলাভূমি রক্ষার জন্য একটি যৌথ প্রচেষ্টা। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারী, ইরানের রামসার শহরে বিশ্বের বিভিন্ন দেশ এবং এনজিও ‘কনভেনশন অন ওয়েটল্যান্ডস’ এর মাধ্যমে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে, যাকে জলাভূমি কনভেনশন বলা হয়। ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়।
২০২৩ সালের ফেব্রুয়ারী পর্যন্ত, বিশ্বে ২৪৭১টি রামসার সাইট তালিকাভুক্ত হয়েছে, যা 255,792,244 হেক্টর (632,076,400 একর) জায়গাজুড়ে বিস্তৃত।
২১ মে ১৯৯২ সালে, বাংলাদেশের ম্যানোগ্রাভ বন সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২৯ জানুয়ারি, টাঙ্গুয়ার হাওরকে বাংলাদেশের দ্বিতীয় ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া ‘হাকালুকি হাওর’ রামসার সাইটে তালিকাভুক্ত হওয়ার প্রস্তাবিত আছে।

রামসার কনভেনশনের উদ্দেশ্য
রামসার কনভেনশন প্রধানত তিনটি উদ্দেশ্য নিয়ে কাজ করে যেমন,
  • সুবিচারপূর্ণ ব্যবহার: সমস্ত জলাভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা।
  • আন্তর্জাতিক জলাভূমির তালিকা: রামসার অধীনে কার্যকরভাবে পরিচালনা করার জন্য উপযুক্ত জলাভূমি তালিকা তৈরি করা।
  • আন্তর্জাতিক সহযোগিতা: আন্তঃসীমান্ত জলাভূমি, যৌথ জলাভূমি এবং যৌথ প্রজাতির উপর আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
5/5 - (14 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x