Similar Posts
আধান ঘনত্ব কাকে বলে?
পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে ঐ বিন্দুর আধান ঘনত্ব বলে। একে অনেক সময় আধানের তলমাত্রিক বা পৃষ্ঠমাত্রিক ঘনত্ব বলে। কোনো তলের ক্ষেত্রফল A এবং ঐ তলে আধানের মোট পরিমাণ Q হলে উক্ত তলে আধান ঘনত্ব, σ=Q∕A আধান ঘনত্বের এককঃ আধান ঘনত্বের একক হলো কুলম্ব/মিটার২ (Cm-2) কোনো তলের আধান ঘনত্ব 6 Cm-2 বলতে কি…
প্রিজম কোণ কী?
প্রিজম কোণ কী? প্রিজমের প্রতিসারক তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে।
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ?
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একই থাকলে অর্থাৎ সময়ের সাথে ত্বরণের পরিবর্তন না হলে তাকে সুষম ত্বরণ বলে। অল্প উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না। প্রতি সেকেন্ডে অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হার 9.8 ms-2। অর্থাৎ 1 sec পরপর বেগের মান 9.8 ms-2 করে বৃদ্ধি পায়।…
প্রবাহী ঘর্ষণ কাকে বলে?
প্রবাহী ঘর্ষণ কাকে বলে? প্রবাহী পদার্থের দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতি বিদ্যমান থাকলে দুটি স্তরের মধ্যবর্তী ঘর্ষণকে প্রবাহী ঘর্ষণ বলে। যখন কোন তরল বা বায়বীয় পদার্থের গতিপথে কোন স্থির বস্তু রাখা হয় বা কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মাঝ দিয়ে গতিশীল হতে হয় তখন উভয়ের মধ্যে ঘর্ষণ উৎপন্ন হয়। এই ধরনের ঘর্ষণকে প্রবাহী ঘর্ষণ…
আদর্শ তড়িৎ দ্বিমেরু কাকে বলে?
আদর্শ তড়িৎ দ্বিমেরু কাকে বলে? যদি কোনো তড়িৎ দ্বিমেরুর চার্জ q এর মান বড় হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2a খুব ছোট হয় যাতে ঐ দ্বিমেরুর ভ্রামক P=2aq = ধ্রুব থাকে তবে তাকে আদর্শ তড়িৎ দ্বিমেরু বলে।
অসহ পীড়ন কাকে বলে?
অসহ পীড়ন কাকে বলে? কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহভারকে অসহ পীড়ন (Breaking Stress) বলে। অসহ পীড়ন = অসহ বল ÷ ক্ষেত্রফল